পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে কেজরিওয়ালের উপর তরল নিক্ষেপ, আটক অভিযুক্ত - ATTACK ON ARVIND KEJRIWAL

অরবিন্দ কেজরিওয়ালকে ফের আক্রমণের চেষ্টা। অভিযুক্তকে বেধড়ক মারধর করেন আপ সমর্থকরা ৷

ATTACK ON ARVIND KEJRIWAL
কেজরিওয়ালের উপর হামলা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2024, 7:31 PM IST

নয়াদিল্লি, 30 নভেম্বর: পদযাত্রা চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালের উপর সন্দেহজনক তরল পদার্থ ছোড়ার অভিযোগ ৷ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে দিল্লি পুলিশ ৷

শনিবার দিল্লির গ্রেটার কৈলাশ এলাকায় পদযাত্রার সময় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়ালের ওপর সন্দেহজনক কোনও তরল পদার্থ ছোড়ে এক ব্যক্তি। পরে ওই ব্যক্তিকে কেজরিওয়ালের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা এবং আপ সমর্থকরা ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ৷ দিল্লি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইদানিং কেজরিওয়াল প্রায় প্রতিদিন এলাকা পরিদর্শন করছেন। এই প্রচার পর্বে এদিন তিনি গ্রেটার কৈলাসে পদযাত্রা করছিলেন। সেই সময়ই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷

কেজরিওয়ালের উপর তরল পদার্থ ছোড়ার অভিযোগ (ইটিভি ভারত)

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলার বিষয়ে রাজ্যের মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, "বিজেপি নেতারা আমাদের সব রাজ্যে সমাবেশ করে, তাদের উপর কখনও আক্রমণ হয় না। অরবিন্দ কেজরিওয়ালের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। বিজেপি তাঁকে নাঙ্গলোইতে আক্রমণ করেছে। ছতারপুরে তাঁর উপর হামলা হয়েছে। দিল্লিতে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে ৷ কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিছুই করছেন না।"

আপ তাদের এক্স হ্যান্ডেলে এই হামলার তীব্র নিন্দা করেছে ৷ আপ লিখেছে, "নির্লজ্জ বিজেপি আবার কেজরিওয়ালকে পদযাত্রার সময় দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে প্রশ্ন তোলার জন্য আক্রমণ করেছে । অমিত শাহের ব্যর্থতা আবারও প্রকাশ্যে এসেছে। দিল্লিতে কোনও নিয়ম নেই, কোনও আইন নেই ৷ বিজেপির গুন্ডাদের রাজত্ব যদি দেশের রাজধানী নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের কী হবে ?"

এর আগে, আম আদমি পার্টি দাবি করেছে, গত 25 অক্টোবর দিল্লিতেই একটি সমাবেশের সময় কেজরিওয়ালের উপর আক্রমণ করা হয়েছিল ৷ অভিযোগ, সেবারও বিজেপির গুন্ডারা এই হামলা চালিয়েছিল ৷ তারও আগে, 2019 সালে মতিনগরে একটি রোড-শো চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালকে এক আপ সমর্থকই চড় মেরেছিল ৷ তবে আপের দাবি, বিজেপিই এই কাজের পিছনে ছিল ৷

ABOUT THE AUTHOR

...view details