পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নরসিমহা রাওকে ভারতরত্ন দেওয়ার পেছনে রাজনীতি ! কী বললেন কুণাল ? - ভারতরত্ন

Kunal Ghosh on Bharat Ratna: পিভি নরসিমহা রাওকে ভারতরত্ন দেওয়ার পেছনে রাজনীতির ছায়া রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন কুণাল ঘোষ ৷

ETv BHARAT
ETv BHARAT

By PTI

Published : Feb 9, 2024, 5:10 PM IST

Updated : Feb 9, 2024, 7:22 PM IST

কলকাতা, 9 ফেব্রুয়ারি: ভারতরত্ন পুরস্কার প্রদানের ক্ষেত্রে রাজনীতির ছায়া রয়েছে কি না, সেই প্রশ্ন উসকে দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওকে কেন্দ্রের ভারতরত্ন দেওয়ার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন তিনি ৷

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনজন ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করার পর এই সিদ্ধান্তের পিছনে রাজনীতির কোনও ভূমিকা আছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল ঘোষ ৷ তিনি অবশ্য বলেন, দল আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে পরে প্রতিক্রিয়া জানাবে ।

ভারতরত্নের ঘোষণা নিয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল সংবাদসংস্থা পিটিআই ৷ তখনই কুণাল বলেন, "দুজনেই (রাও এবং সিং) প্রধানমন্ত্রী ছিলেন এবং তাঁদের ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হয়েছে ।" কুণাল বলেন, এর বিরুদ্ধে তাঁর মন্তব্য করা উচিত হবে না ৷ তবে তিনি পিভি নরসিমহা রাওকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করার ঘোষণা শুনে অবাক হয়েছেন ৷ কুণালের মতে, রাওকে ভারতরত্ন দেওয়ার পেছনে রাজনীতির ভূমিকা থাকতে পারে ৷

কুণালের কথায়, "1991-96 সালে প্রধানমন্ত্রী থাকাকালীন নরসিমহা রাও এবং গান্ধি পরিবারের মধ্যে মতপার্থক্য দেখা গিয়েছিল । মোদিজি কি সেই পার্থক্যের দিকেই ফোকাস করার চেষ্টা করছেন ?" যদিও এ কথা বলার পর সঙ্গে সঙ্গেই কুণাল স্পষ্ট করে দেন যে, এটি তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ৷ এ প্রসঙ্গে দল পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলে জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ৷

উল্লেখ্য, এ বছর কেন্দ্রের দেওয়া পাঁচটি ভারতরত্ন পুরস্কারের মধ্যে চারটিই মরণোত্তর । একমাত্র 96 বছর বয়সি লালকৃষ্ণ আদবানীই জীবিত । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ঘোষণা করেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিং ও পিভি নরসিমহা রাও এবং ডক্টর এমএস স্বামীনাথনকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কৃষি, কৃষকদের কল্যাণ, জাতি গঠন এবং অর্থনৈতিক সংস্কারে তাঁদের অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের ভারতরত্ন দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী ।

আরও পড়ুন:

  1. ভারতরত্ন পাচ্ছেন পিভি নরসিমহা রাও, চৌধুরী চরণ সিং ও এমএস স্বামীনাথন, ঘোষণা মোদির
  2. 'বাবা বেঁচে থাকতে এই সম্মান পেলে আরও খুশি হতেন', ভারতরত্ন প্রাপ্তিতে জানালেন স্বামীনাথনের মেয়ে
  3. উত্তরপ্রদেশের দু'বারের মুখ্যমন্ত্রী,দেশের দ্বিতীয় অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী; চৌধুরি চরণ সিংয়ের জীবনের 10টি অজানা তথ্য
Last Updated : Feb 9, 2024, 7:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details