পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রোগীর ছদ্মবেশে চেম্বারে ঢুকে গলা কেটে চিকিৎসক ও স্ত্রী'কে খুন দুষ্কৃতীদের - Double murder in Chennai - DOUBLE MURDER IN CHENNAI

Double murder in Chennai: চেন্নাইয়ে জোড়া খুন ৷ রোগীর ছদ্মবেশে চিকিৎসক ও তাঁর স্ত্রী'কে খুন করল দুষ্কৃতীরা ৷ বেশ কিছু সোনার গয়না খোয়া গিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 2:42 PM IST

চেন্নাই, 29 এপ্রিল:জোড়া খুন ৷ রোগী সেজে চিকিৎসক দম্পতিকে খুন করল দুষ্কৃতীরা ৷ মৃতরা হলেন চিকিৎসক শিব নায়ার ও তাঁর স্ত্রী প্রসন্ন কুমারী ৷ চেন্নাইয়ের আভাদি এলাকার সেকেন্ড ক্রস স্ট্রিট, মিত্তানামাল্লি গান্ধি মেইন রোডের বাসিন্দা তাঁরা। খুনের ঘটনাটি ঘটে রবিবার ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ডাকাতির উদ্দেশ্যে খুন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ শুরু হয়েছে তদন্তের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ ৷ মৃতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে পুলিশ ৷

জানা গিয়েছে, মৃত শিব নায়ার সেনা বাহিনীর অবসর প্রাপ্ত চিকিৎসক ৷ তাঁর স্ত্রী একটি স্কুলের অবসর প্রাপ্ত শিক্ষিকা ৷ তাঁরা আদতে কেরলের বাসিন্দা হলে, দীর্ঘদিন ধরেই চেন্নাইয়ে থাকেন ৷ বাড়িতে একটি ক্লিনিক আছে ৷ তাদের এক পুত্র চিকিৎসক ৷ এক মেয়ে বিদেশে কর্মরত ৷ রবিবার সন্ধ্যায় সেখানেই রোগী দেখতে ব্যস্ত ছিলেন চিকিৎসক শিব নায়ার ৷ সেই সময়েই কয়েকজন দুষ্কৃতী রোগী সেজে তাঁর চেম্বারে আসে ৷ তাঁদের উপর হামলা চালাল ৷ ছুরি দিয়ে দু’জনের গলা কেটে হত্যা করে ৷ দুষ্কৃতীর হামলার খবর পেয়েি ঘটনাস্থলে উপস্থিত হন প্রতিবেশীরা ৷ তাঁরাই খবর দেন পুলিশে ৷

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মুথাপুদুপেট থানার পুলিশ ৷ দেহগুলি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য ৷ ঘটনাস্থল পরিদর্শন করেন আবাদি শহরের পুলিশ কমিশনার শঙ্কর। ডেপুটি-পুলিশ কমিশনার আয়মান জামালের নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করেছে । তদন্তের স্বার্থে, এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ ৷ দুষ্কৃতীদের ধরতে পুলিশ কুকুরের সহায়তা নেওয়া হচ্ছে ৷ ফরেনসিক বিশেষজ্ঞরা প্রমাণ সংগ্রহ করছেন তদন্তের জন্য ৷

আরও পড়ুন:

  1. বাবা ও সৎ মাকে খুনের সুপারি ছেলের, পরিবর্তে প্রাণ গেল ভাই-সহ আত্মীয়দের
  2. খুনের পর দ্বিতীয় স্ত্রীর দেহ আইসক্রিমের বাক্সে ভরে নদীতে ফেলল স্বামী !

ABOUT THE AUTHOR

...view details