বেঙ্গালুরু, 28 ফেব্রুয়ারি: বিধানসভার ভিতরে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়েছে কংগ্রেস ৷ ভারতীয় জনতা পার্টি'র অভিযোগের পর উত্তাল হয়ে ওঠে বিধানসভা ৷ বিজেপি-কংগ্রেস বিধায়কদের বচসার জেরে পরিস্থিতি এমনই হয়ে ওঠে যে কয়েক মিনিটের মধ্যে বিধানসভা মুলতুবি করে দেন স্পিকার ইউটি খাদের ফারিদ ৷ ঘটনার সূত্রপাত মঙ্গলবার ৷ বিজেপির তরফে অভিযোগ জানানো হয়, পার্টির নেতা সৈয়দ নাসির হুসেন রাজ্যসভা নির্বাচনে জয়ী হওয়ার পর বিধানসভার অভ্যন্তরেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেন কংগ্রেস বিধায়করা ৷ বুধবার তা নিয়েই বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপি ও কংগ্রেস বিধায়করা । ফলে কয়েক মিনিটের জন্য মুলতবি হয়ে যায় বিধানসভা ।
মঙ্গলবার, কর্ণাটকের 4টি রাজ্যসভা আসনের মধ্যে 3টি জিতেছে কংগ্রেস । তারপর বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করেন, বিধানসভার ভেতরেই 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান দেওয়া হচ্ছে । যদিও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত ওই ভিডিয়ো ফুটেজে অডিয়োটি অস্পষ্ট । 'পাকিস্তান জিন্দাবাদ' নাকি 'নাসির স্যর জিন্দাবাদ' বলা হচ্ছে তা স্পষ্ট শোনা যাচ্ছে না । ঘটনার পর এসিপি শিবকুমার বিধান সৌধ থানায় 153 ধারায় একটি মামলা নথিভুক্ত করেছেন। পাশাপাশি, একটি স্বতঃপ্রণোদিত মামলাও নথিভুক্ত হয়েছে ৷ কংগ্রেস বিধায়করা অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁদের দাবি, হুসেনের পক্ষেই তাঁরা স্লোগান দিয়েছেন ।