সাতনা, 21 ফেব্রুয়ারি: প্রয়াগরাজের মহাকুম্ভ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ক্ষুব্ধ মধ্যপ্রদেশের নগরোন্নয়ন মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়। পাল্টা মমতাকে নিশানা করে তিনি বলেন, "বিরোধীদের ঈশ্বরে বিশ্বাস নেই ৷ মমতাজী মৃত্যুর রাজনীতি করেন ৷ আমি বাংলার পর্ষবেক্ষকের দায়িত্বে ছিলাম এবং 6 বছরের মধ্যে মমতাজী আমাদের চারশোর বেশি নেতা-কর্মীকে খুন করিয়েছেন ৷ সুতরাং রাজনীতিতে হত্যা করানোটা তাঁর একটা ব্যবসা।"
বিজয়বর্গীয় আরও বলেন, "তিনি কুম্ভের মতো একটি পবিত্র স্থানকে 'মৃত্যুকুম্ভ' বলছেন, আমি মনে করি ওনার লজ্জাবোধ থাকা উচিত ৷ জলে ডুবে মারা যাওয়া উচিত।" এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি আরও বলেন, "আগে দেখুন আপনার রাজ্যে কী হচ্ছে, কেউ নিরাপদ নয়, হাসপাতালের ভিতরে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে ৷ এত বড় ঘটনা ঘটে যায় আর মুখ্যমন্ত্রী নির্লজ্জভাবে বক্তব্য রাখেন কুম্ভ নিয়ে। আমি মনে করি, ওনার ক্ষমা চাওয়া উচিত ৷ তাঁর বক্তব্য সনাতন ধর্মের বিরুদ্ধে ৷ উনি সর্বদা সনাতন ধর্মের বিরুদ্ধে মন্তব্য করে থাকেন।"