পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আরজি কর কাণ্ডের ছায়া ! সরকারি কলেজের জুনিয়র চিকিৎসককে ধর্ষণে অভিযুক্ত সহপাঠী - MBBS STUDENT ALLEGEDLY RAPE

আরজি কর মেডিক্যাল কলেজের ছায়া এবার গোয়ালিওরে ৷ মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণের অভিযোগ তাঁরই সহপাঠীর বিরুদ্ধে ৷ অভিযুক্ত কলেজেরই একটি হস্টেলে এই দুষ্কর্ম করেছে ৷

MBBS STUDENT ALLEGEDLY RAPE
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2025, 2:11 PM IST

গোয়ালিওর, 7 জানুয়ারি:ফের ধর্ষণের শিকার জুনিয়র চিকিৎসক ৷ মধ্যপ্রদেশের গোয়ালিওর মেডিক্যাল কলেজের এক হস্টেলে ওই পড়ুয়াকে নিয়ে ধর্ষণ করে তাঁরই সহপাঠী ৷ এমনটাই জানিয়েছেন ওই নির্যাতিতা জুনিয়র চিকিৎসক ৷ দু'জনের বয়স 25 বছর বলে জানা গিয়েছে ৷ রবিবারের ওই ঘটনায় নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হন ৷

অভিযুক্ত চিকিৎসক জুনিয়র ডাক্তারকে ধর্ষণের পাশাপাশি প্রাণে মারার হুমকিও দেন ওই অভিযুক্ত ৷ স্থানীয় কম্পু থানায় অভিযোগের দায়ের হওয়ার পরই তৎপর হয় পুলিশ ৷ সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারের ধর্ষণের এফআইআর দায়েরের পরই সোমবার পুলিশ ওই সহপাঠীকে গ্রেফতার করে ৷ রবিবার ঠিক কী ঘটেছিল? অভিযুক্ত একা ছিল কি না, পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে মেডিক্যাল কলেজের অন্য পড়ুয়াদেরও বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা।

ডেপুটি সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) অশোক সিং জাদন জানান, গত দেড় বছর ধরে পরিত্যক্ত সিনিয়র বয়েজ হস্টেলে থাকত ওই অভিযুক্ত জুনিয়র ডাক্তার। অন্যদিকে, ওই ছাত্রী শেষ বর্ষের পরীক্ষার জন্য ক্যাম্পাসের মেয়েদের হস্টেলে থাকতেন। কাছেই ওই বয়েজ হস্টেল ৷ ব্যাচমেট ছিল তাই তাঁকে দেখা করতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত ৷ তারপরই এমন কাণ্ড ঘটায় ৷ বর্তমানে অভিযুক্ত ডাক্তার পুলিশ হেফাজতে রয়েছে এবং তাকে জেরা করা হচ্ছে।

এর আগে 2024 সালের অগস্ট মাসে কলকাতার আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল পুরো বিশ্বকে । গ্রেফতার করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে রাত দখল থেকে শুরু করে প্রতিবাদ-আন্দোলনে মুখরিত হয় বাংলা তথা পুরো দেশ। সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই এবার গোয়ালিয়রের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোল।

ABOUT THE AUTHOR

...view details