পশ্চিমবঙ্গ

west bengal

প্রকাশ্যে সোরেন পরিবারের বিবাদ! জেএমএম থেকে ইস্তফা পুত্রবধূ সীতা সোরেনের

By PTI

Published : Mar 19, 2024, 2:08 PM IST

JMM MLA Sita Soren resigns: ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন বিধায়ক সীতা সোরেন ৷ তাঁর স্বামী দুর্গা সোরেনের মৃত্যুর পর থেকে সীতা সোরেন ও তাঁর পরিবারের পাশে দাঁড়ায়নি জেএমএম ৷

ETV Bharat
সীতা সোরেন তাঁর পদত্যাগপত্র পাঠালেন শিবু সোরেনের কাছে

রাঁচি, 19 মার্চ:লোকসভা ভোটের আগে পারিবারিক বিবাদে জেরে বড় ধাক্কা খেল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৷ মঙ্গলবার জেএমএম থেকে ইস্তফা দিলেন সোরেন পরিবারেরই বধূ সীতা সোরেন ৷ জেএমএমের বিরুদ্ধে তাঁর অভিযোগ, দল ও সোরেন পরিবার তাঁকে, তাঁর পরিবারকে একঘরে করে দিয়েছে ৷ সীতা সোরেন ও তাঁর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ৷ তা জানতে পেরে এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন সোরেন পরিবারের গৃহবধূ ৷ সীতা সোরেনের স্বামী দুর্গা সোরেন জেএমএম প্রধান শিবু সোরেনের ছেলে ৷

জামার বিধায়ক সীতা সোরেন তাঁর ইস্তফাপত্রটি শ্বশুর তথা জেএমএম দলের প্রধান শিবু সোরেনের কাছে পাঠিয়েছেন ৷ তাতে পুত্রবধূ তাঁর ক্ষোভের কথা জানিয়েছেন ৷ সীতা সোরেনের স্বামী দুর্গা সোরেনের মৃত্যুর পর জেএমএম দল তাঁকে এবং তাঁর পরিবারকে যতটা সাহায্য করা উচিত, তা করতে পারেনি ৷ সীতার আক্ষেপ, তাঁকে অবহেলা করা হয়েছে ৷ এমনকী দল এখন তার মূল্যবোধ থেকে সরে গিয়েছে ৷ দলের মূল্যবোধ মানে না, এমন লোকজনকে জেএমএম আশ্রয় দিয়েছে ৷ এই সবকিছু মিলিয়ে দলের সদস্যপদ থেকে তিনি ইস্তফা দিলেন ৷

তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ৷ সেই উল্লেখও করেছেন সীতা সোরেন ৷ তিনি লেখেন, "আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে ৷ সেটা জানতে পেরেছি ৷ তাই ইস্তফা দেওয়া ছাড়া আর কোনও উপায় রইল না ৷" 2009 সাল থেকে তিনি একটানা বিধায়ক নির্বাচিত হয়েছেন ৷ তাই দলের প্রধান শিবু সোরেন এবং পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৷ এদিকে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এখন ইডি হেফাজতে ৷

আরও পড়ুন:

  1. হেমন্ত সোরেনকে গ্রেফতার করল ইডি, নয়া মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন; বিজেপিকে তোপ রাহুলের
  2. হেমন্ত সোরেনের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন গ্রহণই করল না সুপ্রিম কোর্ট
  3. হেমন্তের বাসভবন থেকে উদ্ধার হওয়া গাড়ির রেজিস্ট্রেশন করেন কলকাতার ব্যবসায়ী

ABOUT THE AUTHOR

...view details