রাঁচি, 19 মার্চ:লোকসভা ভোটের আগে পারিবারিক বিবাদে জেরে বড় ধাক্কা খেল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ৷ মঙ্গলবার জেএমএম থেকে ইস্তফা দিলেন সোরেন পরিবারেরই বধূ সীতা সোরেন ৷ জেএমএমের বিরুদ্ধে তাঁর অভিযোগ, দল ও সোরেন পরিবার তাঁকে, তাঁর পরিবারকে একঘরে করে দিয়েছে ৷ সীতা সোরেন ও তাঁর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ৷ তা জানতে পেরে এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন সোরেন পরিবারের গৃহবধূ ৷ সীতা সোরেনের স্বামী দুর্গা সোরেন জেএমএম প্রধান শিবু সোরেনের ছেলে ৷
জামার বিধায়ক সীতা সোরেন তাঁর ইস্তফাপত্রটি শ্বশুর তথা জেএমএম দলের প্রধান শিবু সোরেনের কাছে পাঠিয়েছেন ৷ তাতে পুত্রবধূ তাঁর ক্ষোভের কথা জানিয়েছেন ৷ সীতা সোরেনের স্বামী দুর্গা সোরেনের মৃত্যুর পর জেএমএম দল তাঁকে এবং তাঁর পরিবারকে যতটা সাহায্য করা উচিত, তা করতে পারেনি ৷ সীতার আক্ষেপ, তাঁকে অবহেলা করা হয়েছে ৷ এমনকী দল এখন তার মূল্যবোধ থেকে সরে গিয়েছে ৷ দলের মূল্যবোধ মানে না, এমন লোকজনকে জেএমএম আশ্রয় দিয়েছে ৷ এই সবকিছু মিলিয়ে দলের সদস্যপদ থেকে তিনি ইস্তফা দিলেন ৷