বালোদাবাজার/সারনগড়-বিলাইগড়, 19 মে: ছত্তিশগড়ে একই পরিবারের পাঁচজনকে খুনের পর নিজে আত্মঘাতী হয়েছিলেন অভিযুক্ত প্রতিবেশী যুবক ৷ এই ঘটনায় এবার উঠে এল নয়া তথ্য ৷ প্রাথমিকভাবে বিষয়টি প্রেমঘটিত কারণে ঘটেছে বলে জানা গিয়েছে । গ্রামবাসীর অভিযোগ, বান্ধবীর বিয়েতে ক্ষিপ্ত হয়ে এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছে ওই যুবক ।
জানা গিয়েছে, অভিযুক্ত মনোজ ওরফে পাপ্পু পেশায় একজন দর্জি ছিলেন ৷ মৃত পরিবারের মেয়ে মীরাকে মনোজ ভালোবাসতেন । তিনি বহু বছর আগে মীরাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন ৷ কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন মীরা । পরে পরিবারের তরফে মীরার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয় ৷ অভিযোগ, এরপর থেকেই মনোজ মীরার পরিবারকে উত্তক্ত করতে থাকে ৷ 2017 সালে মীরা এবং তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে মনোজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় । এই মামলার শুনানি চলছে আদালতে । এরই মধ্যে প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পুরনো রাগ থেকে মনোজ মীরা-সহ তাঁর পুরো পরিবারকে খুন করে পরে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ । বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত করছে ।