পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহাকুম্ভের পথে ফের পুণ্যার্থীদের মৃত্যু ! দুই পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল 9 জনের - DEVOTEES DIED IN ROAD ACCIDENT

প্রথম পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান 5 জন পুণ্যার্থী, তাঁরা মহাকুম্ভে যাচ্ছিলেন ৷ অন্য দুর্ঘটনায় মহাকুম্ভ থেকে ফেরার পথে মৃত্যু হয় 4 জনের ৷

DEVOTEES DIED IN ROAD ACCIDENT
মহাকুম্ভের পথে ফের পুণ্যার্থীদের মৃত্যু (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2025, 5:08 PM IST

জৌনপুর (উত্তরপ্রদেশ), 20 ফেব্রুয়ারি: ভোর হতে না-হতেই শহরে পৃথক পথ দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল 9 জন পুণ্যার্থী ৷ তাঁদের মধ্যে কেউ কেউ মহাকুম্ভে যাচ্ছিলেন পুণ্য স্নানের জন্য ৷ কেউ কেউ আবার ফিরছিলেন ত্রিবেণী সঙ্গম থেকে স্নান সেরে ৷ আজ, বৃহস্পতিবার সকালে বাদলপুর থানা এলাকায় বারাণসী-লখনউ ফোর লেনে দু'টি পৃথক পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল 9 জনের ৷ আহত হন প্রায় 36 জন ৷

প্রথম পথ দুর্ঘটনায়, ঝাড়খণ্ড থেকে বেনারসে যাচ্ছিলেন এক যাত্রীবাহী চারচাকা গাড়ি ৷ সেই গাড়িতে ছিলেন 11 জন পুণ্যার্থী ৷ বারাণসী-লখনউ ফোর লেনের কাছে ওই গাড়িটিকে কোনও এক অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয় ৷ যার ফলে যাত্রীবাহী গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায় ৷ দুর্ঘটনাস্থলেই 5 জন মারা যান ৷ বাকি পুণ্যার্থীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷

অন্যদিকে, আরও একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয় 4 জনের ৷ এই দুর্ঘটনাস্থল থেকে অল্প দূরে হরিয়ানা নম্বর প্লেটের একটি স্লিপার বাস তীর্থযাত্রীদের নিয়ে প্রয়াগরাজ থেকে বারাণসীর দিকে আসছিল ৷ সেই সময় একটি দ্রুতগামী ট্রাক এসে ওই যাত্রীবাহী বাসটিকে ধাক্কা মারে ৷ মহাকুম্ভে স্নান সেরে বিশ্বনাথ দর্শনে পর অযোধ্যায় ফেরার কথা ছিল তাঁদের। পথ দুর্ঘটনায় মৃত্যু হয় 4 জনের ৷ আহত হন প্রায় 30 জন ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুই পৃথক দুর্ঘটনা (ইটিভি ভারত)

বাসে যাঁরা ছিলেন তাঁরা সকলেই দিল্লির বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পৃথক দুই পথ দুর্ঘটনার পর, ডিএম এবং এসপি হাসপাতালে পৌঁছে আহতদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। জৌনপুরের এসপি কৌস্তুভ জানান, দুর্ঘটনার পর কিছুক্ষণ যানজট পরিস্থিতি হয়। আহতদের চিকিৎসা চলছে। তাঁদের সকলেই বর্তমানে আশঙ্কামুক্ত।

ABOUT THE AUTHOR

...view details