পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সার্ভিস রাইফেল থেকে গুলি, আত্মঘাতী কয়লাখনিতে নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ান

ছত্তিশগড়ের কোরবায় একটি খনিতে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন আধাসামিরক বাহিনীর জওয়ান ৷ হঠাৎ নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি ৷

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

Jawan Shots himself with service rifle
কুসমুণ্ডা কয়লাখনিতে আত্মঘাতী জওয়ান (ইটিভি ভারত)

কোরবা, 19 অক্টোবর: নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি করে আত্মঘাতী হলেন আধাসামরিক বাহিনীর এক জওয়ান ৷ ছত্তিশগড়ের কুসমুণ্ডা কয়লা খনিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আজাদ সিং নামের ওই জওয়ান ৷ তিনি ত্রিপুরা স্টেট রাইফেল (আধাসামরিক বাহিনীর) জওয়ান ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ৷ প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদের কারণে এই চরম পথ বেছে নিয়েছেন তরুণ জওয়ান ৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ তদন্ত শুরু হয়েছে ৷

শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, জওয়ান আজাদ সিং শুক্রবার রাত আনুমানিক 10টা নাগাদ গুলি চালান ৷ খবর যায় সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড-এর (এসইসিএল) আধিকারিকদের কাছে ৷ কুসমুণ্ডা থানার পুলিশকেও বিষয়টি জানানো হয় ৷ পুলিশ জানিয়েছে, ফরেন্সিক টিম ঘটনাস্থলে যাবে ৷ তারা পরীক্ষা করে দেখার পর কী হয়েছে, তা জানা যাবে ৷

এদিকে, কোরবার অতিরিক্ত সুপার নেহা ভার্মা জানিয়েছেন, আজাদ সিং ত্রিপুরা স্টেট রাইফেলের (আধাসামরিক বাহিনী) জওয়ান ছিলেন ৷ তিনি 29 নম্বর কোল স্টকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ৷ নিজের সার্ভিস রাইফেল একে-47 থেকেই তিনি নিজেকে গুলি করেন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং তাঁর দেহ ময়নাদতন্তের জন্য পাঠানো হয়েছে ৷ আজাদ সিং রাজস্থানের বাসিন্দা ছিলেন এবং তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ৷

সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড-এর (এসইসিএল) জনসংযোগ আধিকারিক সনীশ চন্দ্র জানিয়েছেন, আজাদ সিংয়ের সহকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত কয়েকদিন ধরে পারিবারিক কিছু বিষয় নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন ৷ এক বছরে তাঁকে তিন বার ছুটি দিয়েছে কর্তৃপক্ষ ৷ আজাদ সিংয়ের কাছ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি ৷ কেন তিনি এমন কাণ্ড ঘটনালেন, তা জানতে তদন্ত হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details