পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তিন দফায় বিধানসভা নির্বাচন জম্মু-কাশ্মীরে, হরিয়ানায় ভোট একদিন - Jammu Kashmir Assembly Polls - JAMMU KASHMIR ASSEMBLY POLLS

Assembly Polls 2024: জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ তিন দিন ধরে ভোট হবে উপত্যকার 90টি আসনে ৷ হরিয়ানায় একদিনেই ভোট শেষ ৷ ফলাফল ঘোষণা 6 অক্টোবর ৷

Assembly Polls 2024
জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা (ছবি সৌজন্য: নির্বাচন কমিশন)

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 5:22 PM IST

নয়াদিল্লি, 16 অগস্ট: এক দশক পর বিধানসভা নির্বাচন হবে জম্মু-কাশ্মীরে ৷ শুক্রবার নির্বাচন কমিশন হরিনায়া ও উপত্যকার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করল ৷ মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, তিন দফায় ভোট হবে জম্মু-কাশ্মীরে ৷ সিসিটিভি ক্যামেরার নজরদারিতে ভোট হবে ৷ মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন নিয়ে কিছু বলেননি তিনি ৷

প্রথম দফায় ভোট হবে 18 সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় 25 সেপ্টেম্বর এবং তৃতীয় ও শেষ দফা 1 অক্টোবর ৷ 4 অক্টোবর ভোটগণনা এবং ফলাফল ঘোষণা হবে 6 অক্টোবর ৷ অন্যদিকে হরিয়ানার সবক'টি বিধানসভায় ভোট হবে শুধু তৃতীয় দফায় একদিন অর্থাৎ 1 অক্টোবর ৷ এখানেই ভোট গণনা হবে 4 অক্টোবর ৷

মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার বলেন, "আমরা জম্মু-কাশ্মীর এবং হরিয়ানার পরিস্থিতিত খতিয়ে দেখেছি ৷ সবাই দ্রুত ভোট চায় ৷" তিনি আরও জানিয়েছেন, 19 অগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে ৷ 20 অগস্ট ইলেক্টোরাল রোল প্রকাশ করবে নির্বাচন কমিশন ৷

লোকসভা নির্বাচনে জম্মু-কাশ্মীরে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বলে জানান রাজীব কুমার ৷ তিনি বলেন, "মানুষ গুলির বদলে ব্য়ালটকে নির্বাচন করেছে ৷ আশা করি, এবারও কোনও ভয়-আতঙ্ক ছাড়াই ভোট হবে ৷" উপত্যকায় বিধানসভা আসন নিয়ে তিনি বলেন, "জম্মু-কাশ্মীরে 90টি বিধানসভা আসন ৷ এর মধ্যে 74টি সাধারণ, তফশিলি জাতি 7টি, তফশিলি উপজাতি 9টি আসন ৷" পোলিং বুথের সংখ্যা 11 হাজার 838 টি ৷

হরিয়ানাতেও বিধানসভা কেন্দ্রের সংখ্যা 90 ৷ 27 অগস্ট চূড়ান্ত ইলেক্টোরাল রোল প্রকাশিত হবে ৷ ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 20 হাজার 629 ৷ এর মধ্যে 7,132 টি শহরাঞ্চলে এবং 13,497 গ্রামীণ অঞ্চলে ৷ মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, "সব ভোটগ্রহণ কেন্দ্র সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবে ৷" জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট করা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করেন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার ৷ তিনি বলেন, "আমরা এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ৷" অসম, বিহার এবং অন্যান্য রাজ্যগুলির বিধানসভা উপ-নির্বাচন একসঙ্গে হবে ৷

2018 সালের জুন মাসে জম্মু-কাশ্মীরে শেষ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সরকারের অবসান হয় ৷ বিজেপি-পিডিপির জোট থেকে বিজেপি সমর্থন প্রত্যাহার করে নেয় ৷ এরপর ভেঙে যায় সরকার ৷ তারপর থেকে আর নির্বাচন হয়নি উপত্যকায় ৷ 2019 সালের 5 অগস্ট মোদি সরকারের সময় সংবিধানের 370 ধারার অবলুপ্তি ফলে জম্মু-কাশ্মীরে বিশেষ রাজ্যের তকমা লোপ পায় ৷ দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখ গঠিত হয় ৷ গত বছরের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টে নির্দেশ দেয়, এবছরের সেপ্টম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন করাতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details