নয়াদিল্লি, 8 অক্টোবর: দৃশ্য 1- 2019 সালের 5 অগস্ট জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে এবং লেহ-লাদাখকে আলাদা করে কেন্দ্র শাসিত অঞ্চল গঠনের কথা ঘোষণা করে মোদি সরকার।
দৃশ্য 2- 2024 সালের 8 অক্টোবর বড় ব্যবধানে জিতল বিরোধীরা। আসন বেশ খানিকটা বাড়ালেও ক্ষমতার বাইরে থাকতে হচ্ছে বিজেপিকে।
বুধফেরত সমীক্ষায় বেশ কয়েকটি সংস্থা বলেছিল জম্মু ও কাশ্মীরের বিধানসভা ত্রিশঙ্কু হতে চলছে। সেই পথে হাঁটেনি উপত্যকা। রাজনৈতিক মহলের প্রত্যাশামতো জম্মুতে বিজেপির ফল ভালো হয়েছে। তাদের 29টি আসনই এসেছে জম্মু থেকে ৷ অন্যদিকে, কাশ্মীরে দাপট দেখাল জোট। 42টি আসন পেল এনসি । কংগ্রেসের পক্ষে গিয়েছে মাত্র 6টি আসন ৷ নির্বাচনে লড়ে এই প্রথম উপত্যকায় আসন পেল আপ।
নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, 370 ধারা বিলোপের পর এই প্রথম ভোট হল কাশ্মীরে । প্রতিটি ধাপেই আমরা দেখেছি, বহু মানুষ ভোট দিয়েছেন । আমি কাশ্মীরের প্রতিটি ভোটারকে ধন্যবাদ জানাই।
পাশাপাশি মেহেবুবা মুফতির পিডিপি পেয়েছে 3টি আসন। ডোডা আসন থেকে জিতেছেন আপ প্রার্থী। উপত্যকার এই জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তবে জয় পেয়েও বিজেপির তোপের মুখে পড়েছে এনসি ও কংগ্রেস জোট । জোটের 48 জনের মধ্যে হিন্দু বিধায়কের সংখ্যা মাত্র 2। এই কারণেই সমালোচনা সহ্য করতে হচ্ছে জয়ী জোটকে।