পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাংলাদেশের অশান্তিতে বিদেশি যোগ? সম্ভবনা ওড়ালেন না জয়শঙ্কর, বিস্ফোরক দাবি রাজুর - Bangladesh Unrest - BANGLADESH UNREST

S. Jaishankar Narrated About Situation of Bangladesh in All Party Meeting: বাংলাদেশ অশান্তি নিয়ে মঙ্গলবার দিনভর তৎপর রইল মোদি সরকার ৷ সকালে সর্বদলীয় বৈঠক করলেন বিদেশমন্ত্রী ৷ পরে সংসদের উভয় কক্ষে ভাষণও দিলেন তিনি ৷

Etv BhS. Jaishankar Narrated About Situation of Bangladesh in All Party Meetingarat
সর্বদলীয় বৈঠক (নিজস্ব চিত্র)

By PTI

Published : Aug 6, 2024, 10:12 PM IST

Updated : Aug 6, 2024, 11:01 PM IST

নয়াদিল্লি, 6 অগস্ট: বাংলাদেশের অশান্তির নেপথ্যে কি পাকিস্তানের হাত রয়েছে ? সর্বদলীয় বৈঠকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে এমনই প্রশ্ন করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ শুধু রাহুল নন, আরও বেশ কয়েকটি দলের নেতা একই প্রশ্ন করেন এই বৈঠকে ৷ এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও গোলমালের নেপথ্যে বিদেশি শক্তির যোগ থাকার কথা পুরোপুরি অস্বীকারও করেননি জয়শঙ্কর ৷ অন্যদিকে, ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, বাংলাদেশের অশান্তির নেপথ্যে পাকিস্তানের মদত আছে ৷

অন্যদিকে, বিদেশমন্ত্রী দাবি করেন, কয়েকজন আত্মীয়কে নিয়ে আতঙ্কিত হয়ে ভারতে আসেন হাসিনা ৷ তাই আগামিদিনে তিনি কী করতে চান, তা তখনই জানতে চায়নি ভারত ৷ এর পাশাপাশি তিনি জানান, বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে তাঁর কথা হয়েছে ৷ তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্য়ায় দাবি করেন, বাংলাদেশে কী হচ্ছে, তা পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে হবে ৷ এখনও পর্য়ন্ত রাজ্য় সরকারকে কেন্দ্রীয় সরকারের তরফে কিছু বলা হয়নি বলেও তাঁর দাবি ৷ এই বিষয়ে সরব হয়েছেন রাজ্য়সভায় তৃণমূলের দলনেতা ডেরেক'ও ব্রায়েন ৷ তাঁর দাবি, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের অবস্থান পাশাপাশি বলে সে দেশে কোনও ঘটনা ঘটলে তার প্রভাব সবচেয়ে বেশি পড়ে বাংলায় ৷

অন্য এক বিরোধী নেতা জয়শঙ্করের কাছে জানতে চান, বাংলাদেশর পরিস্থিতি স্বাভাবিক হতে আর কত সময় লাগবে ? এ ব্যাপারে গভীর আক্ষেপ নিয়ে জয়শঙ্কর জানান, বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ ৷ পরিস্থিতিকে কোনও ভাবেই স্বাভাবিক বলা যায় না ৷ আর কবে তা স্বাভাবিক হবে, সেটাও বলা যায় না ৷ পাশাপাশি তিনি জানান,বাংলাদেশের অশান্তির আঁচ যাতে কোনও ভাবে এ দেশে না পড়ে তার জন্য যাবতীয় ব্যবস্থা করা আছে ৷

বৈঠকের পর রাজ্যসভা ও লোকসভায় বিবৃতি দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ শেখ হাসিনার পদত্যাগ থেকে শুরু করে সে দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রসঙ্গ মঙ্গলবার তুলে ধরেন মোদির মন্ত্রিসভার এই সদস্য ৷ সংসদেও তিনি জানান, বাংলাদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে ৷ সেখানে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, নজর রাখা হচ্ছে সে দিকেও ৷

অন্যদিকে, দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, "বাংলাদেশের ঘটনা খুবই দুঃখজনক ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে ভারতে আসতে হয়েছে। বাংলাদেশ থেকে যেসব ছবি আসছে তা খুবই দুর্ভাগ্যজনক। এর সঙ্গে পাকিস্তান স্পষ্টভাবে জড়িত।"

Last Updated : Aug 6, 2024, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details