নয়াদিল্লি, 6 অগস্ট: বাংলাদেশের অশান্তির নেপথ্যে কি পাকিস্তানের হাত রয়েছে ? সর্বদলীয় বৈঠকে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে এমনই প্রশ্ন করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ শুধু রাহুল নন, আরও বেশ কয়েকটি দলের নেতা একই প্রশ্ন করেন এই বৈঠকে ৷ এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও গোলমালের নেপথ্যে বিদেশি শক্তির যোগ থাকার কথা পুরোপুরি অস্বীকারও করেননি জয়শঙ্কর ৷ অন্যদিকে, ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, বাংলাদেশের অশান্তির নেপথ্যে পাকিস্তানের মদত আছে ৷
অন্যদিকে, বিদেশমন্ত্রী দাবি করেন, কয়েকজন আত্মীয়কে নিয়ে আতঙ্কিত হয়ে ভারতে আসেন হাসিনা ৷ তাই আগামিদিনে তিনি কী করতে চান, তা তখনই জানতে চায়নি ভারত ৷ এর পাশাপাশি তিনি জানান, বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে তাঁর কথা হয়েছে ৷ তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্য়ায় দাবি করেন, বাংলাদেশে কী হচ্ছে, তা পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে হবে ৷ এখনও পর্য়ন্ত রাজ্য় সরকারকে কেন্দ্রীয় সরকারের তরফে কিছু বলা হয়নি বলেও তাঁর দাবি ৷ এই বিষয়ে সরব হয়েছেন রাজ্য়সভায় তৃণমূলের দলনেতা ডেরেক'ও ব্রায়েন ৷ তাঁর দাবি, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের অবস্থান পাশাপাশি বলে সে দেশে কোনও ঘটনা ঘটলে তার প্রভাব সবচেয়ে বেশি পড়ে বাংলায় ৷