পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'নির্বাচনী' বাজেটে মহিলাদের জন্য একগুচ্ছ ঘোষণা, অপরিবর্তিতই রইল আয়কর

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 9:56 AM IST

Updated : Feb 1, 2024, 2:26 PM IST

14:24 February 01

লোকসভা নির্বাচনের আগে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকারের এটাই ছিল শেষ অন্তর্বর্তী বাজেট ৷ লোকসভায় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ নির্বাচনী বাজেটে নতুন কিছু না-থাকলেও সরকার যে ভোটের বৈতরণী পাড় হতে বদ্ধপরিকর, তা দিনের আলোর মতোই স্পষ্ট ।

  • গতকাল, বুধবার সংসদে শুরু হয় বাজেট অধিবেশন ৷ প্রথা মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়েছে ৷ তার পর বৃহস্পতিবার 2024-25 আর্থিক বছরের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ চলতি বছরেই রয়েছে লোকসভা নির্বাচন ৷ সেই কারণে কেন্দ্রীয় সরকার অন্তর্বর্তী বাজেট পেশ করেছে ৷ লোকসভা ভোটের পর পরবর্তী সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে ৷

14:24 February 01

  • এবারের অন্তর্বর্তী বাজেটে গবেষণা ও উদ্ভাবনের জন্য 1 লক্ষ কোটি টাকার তহবিল ঘোষণা করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী মোদি তাঁর ভাষণে সেই বিষয়টি উল্লেখ করেন ৷ পাশাপাশি তিনি এই বাজেটকে ঐতিহাসিক বলে দাবি করেন ৷ এবার স্টার্ট-আপগুলির জন্যও ছাড় দেওয়া হয়েছে বলে তিনি । প্রধানমন্ত্রী আরও জানান, এবারের বাজেটে রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে রেখে এটিতে 11.11 লক্ষ কোটি টাকার বিশাল মূলধন ব্যয়ের ব্যবস্থা করেছে ৷

14:24 February 01

  • সামনেই লোকসভা নির্বাচন ৷ তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের দ্বিতীয় দফায় শেষ বাজেট পেশ হল ৷ ভোট থাকায় পেশ হয়েছে অন্তর্বর্তী বাজেট ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা সেই অন্তর্বর্তী বাজেটকে উন্নত ভারতের ভিত তৈরি করার জন্য ‘গ্য়ারান্টি’ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷

12:05 February 01

  • অপরিবর্তিত থাকছে প্রত্যক্ষ ও পরোক্ষ কর । বদলাচ্ছে না আমদানি শুল্কও ।

11:58 February 01

  • সমস্ত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের আয়ুষ্মান ভারতের অধীনে স্বাস্থ্যসেবা সীমা বাড়ানো হবে ।
  • আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী-জন আরোগ্য যোজনা (AB-PMJAY) হল বিশ্বের সর্ববৃহৎ সর্বজনীনভাবে অর্থায়িত স্বাস্থ্য বীমা প্রকল্প । সেকেন্ডারি এবং টারশিয়ারি কেয়ার হাসপাতালে ভর্তির জন্য প্রতি পরিবার প্রতি 5 লক্ষ টাকার কভারেজ প্রদান করে।
  • গত বছরের 27 ডিসেম্বর পর্যন্ত, 12 কোটি পরিবারের 55 কোটি মানুষ এই প্রকল্পের আওতায় ছিল।

11:48 February 01

একনজরে নির্মলা-ভাষণ

  1. জীবনযাত্রা সহজ হয়েছে । নারী ক্ষমতায়ন গত 10 বছরে গতি পেয়েছে ।
  2. মহিলা উদ্যোক্তাদের 30 কোটি মুদ্রা যোজনা ঋণ দেওয়া হয়েছে
  3. 10 বছরে উচ্চ শিক্ষায় নারী তালিকাভুক্তির হার বেড়েছে 28% ।
  4. বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতে মেয়েরা এবং মহিলারা 43% নথিভুক্তি বেড়েছে । যা বিশ্বে সর্বোচ্চ ।
  5. তিন তালাককে বেআইনি করা, লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের সংরক্ষণের এক-তৃতীয়াংশ, এবং গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 70%-এর বেশি বাড়ি মহিলাদের একক বা যৌথ মালিক হিসাবে দেওয়া তাদের মর্যাদা বৃদ্ধি করেছে ৷

11:45 February 01

  • মেট্রো রেলের সম্প্রসারণে সমস্ত রকম সহায়তা করবে সরকার ।
  • 40 হাজার সাধারণ কামরাকে বন্দে ভারতের মানের গড়ে তোলা হচ্ছে ।

11:44 February 01

  • লাক্ষাদ্বীপে বাড়ানো হচ্ছে পর্যটনের সুযোগ ।
  • ধর্মীয় পর্যটনে জোর দিচ্ছে সরকার । রামমন্দিরকে ঘিরে উত্তরপ্রদেশে পর্যটন বাড়ছে ।

11:39 February 01

  • 9-14 বছরের মেয়েদের টীকাকরণে জোর । বাড়ানো হবে মেডিক্যাল কলেজের সংখ্যাও । তৈরি হয়েছে 390টি নতুন বিশ্ববিদ্যালয় ।

11:38 February 01

  • আমরা গ্রামীণ আবাসন প্রকল্পের আওতায় 3 কোটির লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি রয়েছি । আগামী 5 বছরে আরও 2 কোটি নির্মাণ করা হবে, বললেন অর্থমন্ত্রী ।

11:26 February 01

  • প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে প্রায় 11.8 কোটি কৃষককে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে ।
  • প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) হল বিশ্বের বৃহত্তম ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) স্কিমগুলির মধ্যে অন্যতম ।

11:26 February 01

  • প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে 22.5 লক্ষ কোটি টাকার মোট 43 কোটি ঋণ বাড়ল ।

11:24 February 01

  • গত 10 বছরে ভারতীয় অর্থনীতি ইতিবাচক পরিবর্তনের সাক্ষী হয়েছে । বাজেট ভাষণে বললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

11:14 February 01

  • অন্তর্বর্তী বাজেটে নির্মলার মুখে মহিলাদের কথা । এক কোটি মহিলা 'লাখপতি দিদি' হয়েছেন ।
  • প্রশংসা করলেন দাবাড়ু প্রজ্ঞানন্দেরও ।

11:09 February 01

দীর্ঘতম বাজেট বক্তৃতা:

  • আরও একটি বিরল কৃতিত্ব রয়েছে নির্মলার ঝুলিতে ৷ সময়ের দিক থেকে দেশের দীর্ঘতম বাজেট বক্তৃতা দেওয়ার রেকর্ডও রয়েছে সীতারমনের । 2020 সালে তাঁর বাজেট বক্তৃতা 2 ঘণ্টা 42 মিনিট ধরে চলেছিল । বেলা 11টায় তাঁর বক্তব্য শুরু হয়ে তা শেষ হয় দুপুর 1টা 40 মিনিটে ৷

উল্লেখ্য, মোরারজি দেশাই অর্থমন্ত্রী হিসেবে মোট 10 বার বাজেট পেশ করেছেন । এর পরেই আসে পি চিদম্বরমের নাম, যিনি দেশের বাজেট পেশ করেছেন 9 বার ।

11:08 February 01

পূর্বসূরিদের টেক্কা সীতারমনের:

  • নির্মলা সীতারমন দেশের প্রথম পূর্ণ-সময়ের মহিলা অর্থমন্ত্রী ৷ 2019 সালের জুলাই মাস থেকে তিনি পাঁচটি পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন এবং বৃহস্পতিবার তিনি একটি অন্তর্বর্তী বা ভোট-অন-অ্যাকাউন্ট বাজেট পেশ করবেন । আগামিকাল তিনি তাঁর পূর্বসূরিদের মধ্যে ছাপিয়ে যাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, অরুণ জেটলি, পি চিদম্বরম এবং যশবন্ত সিনহাকে, যাঁরা পরপর পাঁচটি বাজেট পেশ করেছেন ।

11:08 February 01

মোরারজি দেশাইয়ের রেকর্ড ছুঁলেন সীতারমন:

  • নির্মলা সীতারমন তাঁর ষষ্ঠ বাজেট পেশ করছেন । তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পরপর ছয়টি বাজেট পেশ করার রেকর্ড ছুঁলেন ৷ নির্মলা দ্বিতীয় অর্থমন্ত্রী যিনি পরপর ছয়টি বাজেট পেশ করলেন । অর্থমন্ত্রী হিসেবে নিজের মেয়াদকালে মোরারজি দেশাই 1959 সাল থেকে 1964 সাল পর্যন্ত মোট পাঁচটি বার্ষিক বাজেট এবং একটি অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন ।

11:07 February 01

  • বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ।

10:54 February 01

  • প্রাক-নির্বাচনী বাজেট অনুমোদন করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা ।

10:38 February 01

  • প্রাক-নির্বাচনী বাজেট পেশ করার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । ঐতিহ্য অনুযায়ী, সংসদে যাওয়ার আগে অর্থমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন ।

10:07 February 01

  • বিজেপি নেতা তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর মতে, অন্তর্বর্তী হলেও এটি একটি 'ব্যালান্সড বাজেট' হবে ৷ তবে বাজেট পেশ হওয়ার আগে তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷

10:07 February 01

  • সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, ভোটের আগে তো বাজেট পেশ করতে পারবে না ৷ বাজেট অন অ্যাকাউন্ট হবে ৷ ভোটের আগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাজেটে চমক দেওয়ার চেষ্টা করবে ৷ কিন্তু, বেকারত্ব দ্রব্যমূল্য বৃদ্ধি যে ভাবে বেড়েছে, তাতে কোনও লাভ হবে না ৷

10:04 February 01

  • অর্থনীতিবিদ শান্তনু বসু বলেন, এই বাজেট পূর্ণাঙ্গ নয় ৷ তাই নিয়ম অনুসারে এখানে সব বিষয় আসে না ৷ শুধুমাত্র দরকারি বিষয়গুলি পাশ করানো হয় ৷ অর্থাৎ নতুন কোনও নীতি সম্পর্কিত বিষয় এখানে আনা হয় না, যদি না সেটা খুবই জরুরি হয় ৷
  • তাঁর কথায়, আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে যে বাজেট সাজানো হবে, সেটা খুব সহজেই অনুমেয় ৷ তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বেশ কিছু খাতে বরাদ্দ বাড়ানো হতে পারে ৷ যদিও এই বিষয় বিস্তারিত ভাবে ভোট অন অ্যাকাউন্টে প্রতিফলিত হবে না ৷ উদাহরণস্বরূপ, একশো দিনের কাজে অর্থ বা প্রধানমন্ত্রীর নামাঙ্কিত প্রকল্পে বরাদ্দ বাড়ানো হতে পারে ৷

09:55 February 01

অর্থমন্ত্রকে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
  • অন্তর্বর্তী বাজেট 2024 উপস্থাপনের আগে, অর্থমন্ত্রকে পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ এবং পঙ্কজ চৌধুরীও তাঁর সঙ্গে রয়েছেন ।

09:49 February 01

  • আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপি সরকার জনমুখী বাজেট করবে, নাকি দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী একটি সাম্য বাজেট হবে, সেদিকে তাকিয়ে দেশ ৷
  • নতুন সরকার গঠিত হলে ফের পেশ করা হবে বছরের পূর্ণাঙ্গ বাজেট ৷ এতদসত্ত্বেও প্রত্যেকটি বাজেটের আগে সাধারণ মানুষ যেমন আশায় বুক বাঁধে, আর বিরোধীরা একাধিক নীতি নিয়ে সমালোচনা করেন তেমনটাই এই অন্তর্বর্তী বাজেটের ক্ষেত্রেও তা হবে, বলাই যায় ৷
Last Updated : Feb 1, 2024, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details