ইন্দোর, 29 এপ্রিল: সুরাতের পর কি এবার ইন্দোর ! ভোটের ফল প্রকাশের আগেই কি আরও একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৷ ইন্দোরের কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ঘটনায় সেই পরিস্থিতিই তৈরি হয়েছে ৷
ওই প্রার্থীর নাম অক্ষয় বাম ৷ তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া পর ইন্দোরে কংগ্রেসের কোনও প্রার্থী রইল না ৷ সুরাতের পর এটি দ্বিতীয় ঘটনা, যেখানে কংগ্রেসের কোনও প্রার্থীই থাকছে না ৷ তবে সুরাতে কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছিল ৷ আর ইন্দোরের অক্ষয় বাম নিজেই সরে দাঁড়ালেন ৷
শুধু নির্বাচনী ময়দান থেকে সরে যাওয়াই নয়, তিনি বিজেপিতেও যোগ দিতে পারেন বলে খবর ৷ মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় তিনি মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক রমেশ মেন্ডোলার সঙ্গে এসেছিলেন ৷ সেই থেকেই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হয় ৷ আর সেই জল্পনা সত্যি হল, তা লোকসভা নির্বাচনের মধ্যে কংগ্রেসের জন্য বড় ধাক্কা হবে বলে মত রাজনৈতিক মহলের ৷
সোমবার সকালে ইন্দোরে জেলা নির্বাচন অফিসে যান অক্ষয় বাম ৷ সেখানে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন ৷ তাঁর এই সিদ্ধান্তের জেরে রাজনৈতিক সংকটে পড়েছে কংগ্রেস ৷ কারণ, ওই আসনে মনোনয়নপত্র পেশ করার সময় পেরিয়ে গিয়েছে ৷ আজই ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৷ শেষ মুহূর্তে অক্ষয় বাম সরে দাঁড়ানোয় আর প্রার্থী দেওয়ার সুযোগ নেই কংগ্রেসের কাছে ৷