নয়াদিল্লি, 15 এপ্রিল: স্বস্তির খবর ৷ গরমের পর ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চলেছে দেশে ৷ না এখনই নয়, সেটি অবশ্য বর্ষাকালে ৷ 2024 সালে ভারতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে চলেছে ৷ সোমবার এমনই আশার বাণী শোনাল মৌসম বিভাগ ৷ এ বার বর্ষাকালে দেশে গড় 106 শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷
আইএমডি একটি বিবৃতিতে বলেছে, "2024 সালে (জুন থেকে সেপ্টেম্বর) সমগ্র দেশে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে । সমগ্র দেশে বর্ষাকালে বৃষ্টিপাত 106 শতাংশ হতে পারে ৷ 1971-2020 সালের এই সময়ে সমগ্র দেশে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 87 সেন্টিমিটার ৷ এবার তার থেকে বেশি হবে ৷"
বর্তমানে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাঝারি এল নিনোর অবস্থা বিরাজ করছে । সর্বশেষ মনসুন মিশন ক্লাইমেট ফোরকাস্ট সিস্টেমের পাশাপাশি অন্যান্য জলবায়ু মডেলের পূর্বাভাসগুলি নির্দেশ করেছে, এল নিনো অবস্থার পরিবর্তন ঘটবে ৷ বর্ষার শুরুর দিকে নিরপেক্ষ এল নিনো সাদার্ন অসিলেশন অবস্থাকে আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং লা নিনা অবস্থাগুলি বর্ষার দ্বিতীয়ার্ধে বিকাশের সম্ভাবনা রয়েছে । বর্তমানে ভারত মহাসাগরে নিরপেক্ষ ইন্ডিয়ান ওশান ডিপোল (আইওডি) অবস্থা বিরাজ করছে এবং সর্বশেষ জলবায়ু মডেলের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বর্ষা মরসুমের পরবর্তী অংশে ইতিবাচক আইওডি অবস্থার বিকাশ ঘটতে পারে ।
মৌসম বিভাগ জানিয়েছে, গত তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ 2024) উত্তর গোলার্ধের তুষার আচ্ছাদনের পরিমাণ স্বাভাবিকের থেকে কম ছিল । উত্তর গোলার্ধের পাশাপাশি ইউরেশিয়াতে শীত এবং বসন্তের তুষার আচ্ছাদনের পরিমাণ ভারতে বর্ষাকালে বৃষ্টিপাতের সঙ্গে সাধারণত বিপরীত হয় । এ বারের বর্ষায় কত পরিমাণ বৃষ্টি হতে পারে, মে মাসের শেষ সপ্তাহে তার পূর্বাভাস দেবে আইএমডি ৷
আরও পড়ুন:
- বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস, জারি থাকবে তাপপ্রবাহও
- তাপপ্রবাহের সম্ভাবনা না-থাকলেও দক্ষিণে চালিয়ে ব্যাটিং গরমের, উত্তরে বৃষ্টির পূর্বাভাস
- গরমে খাবার নিয়ে বেপরোয়া হলেই বিপদ ! তালিকা থেকে কী কী বাদ দেবেন ? জানালেন পুষ্টিবিদ