হায়দরাবাদ, 7 ফেব্রুয়ারি: যুগান্তকারী অস্ত্রোপচার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ৷ 20 বছর বয়সি রোগীর লিঙ্গ সফলভাবে পুনর্নির্মাণ করলেন চিকিৎসকরা ৷ শৈশবে কিছু চিরাচরিত আচারের পর সোমালিয়ার বাসিন্দা ওই রোগী লিঙ্গের সংবেদনশীলতা হারিয়ে ফেলেন ৷ পরে লিঙ্গে সংক্রমণও দেখা দেয় ৷ শেষমেশ এই জটিল সমস্যা থেকে রেহাই পেলেন তরুণ।
তাঁর উরু, পেট এবং কনুই থেকে নেওয়া রক্তনালী ব্যবহার করে এই বিরল অস্ত্রোপচার করা হয়েছে। ওই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ইউরোলজিস্ট ডাঃ রবিকুমার এবং প্লাস্টিক সার্জন ডাঃ দাসারি মধু বিনয়কুমার বৃহস্পতিবার জানান, অস্ত্রোপচারের পর রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠেছেন। তাঁরা বলেন, ‘‘প্রাথমিক পুনর্নির্মাণ দেড় বছর আগে করা হয়েছিল ৷ সম্প্রতি আমরা ইরেক্টাইল ডিসফাংশন রোধে একটি পেনাইল ইমপ্লান্ট স্থাপন করেছি। দু’পর্যায়ে অস্ত্রোপচারের প্রক্রিয়াটি সফল হয়েছে ৷’’
জানা গিয়েছে, চার বছর বয়সে ওই আচার পালন করা হয়েছিল ৷ তারপর সংক্রমণের ফলে তাঁর লিঙ্গ অপসারণ করা হয়েছিল। সেসময় ডাক্তাররা অণ্ডকোষের নীচে প্রস্রাব করার জন্য একটি বিকল্প পথ তৈরি করেছিলেন। 18 বছর বয়সে তিনি প্রস্রাব করতে তীব্র অসুবিধার সম্মুখীন হন ৷ চিকিৎসার জন্য মেডিকোভার হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন ।