গোয়ালিয়র, 13 ডিসেম্বর: কুনো জাতীয় উদ্যানে চোরাশিকারিদের আনোগোনার খবরে চাঞ্চল্য ৷ জাতীয় উদ্যানে বন্দুক চলার ঘটনা স্বীকার করে নিলেন ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার (ডিএফও) ৷ তবে চিতাদের সুরক্ষিত আছে বলে জানিয়েছেন তিনি ৷
মঙ্গলবার জাতীয় উদ্যানের মোরাভান এলাকায় বন্দুক চলার আওয়াজ শুনতে পান নিরাপত্তারক্ষীরা ৷ তল্লাশির সময় তাঁদের নজরে আসে 3 বন্দুকবাজ ৷ এলাকায় নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান চোরাশিকারিরা ৷ ঘটনা প্রসঙ্গে শেওপুরের ডিএফও আর থিরুকুরাল বলেন, "বেশ কয়েকদিন ধরে জাতীয় উদ্যানে প্রবেশের চেষ্টা করছে চোরাশিকারি ৷ আমাদের কাছে আগে থেকেই এই খবরটি ছিল ৷ সেকারণে, জাতীয় উদ্যানের নিরাপত্তা আরও বাড়ানো হয় ৷ এই আবহে মঙ্গলবার উদ্যানের একটি নির্দিষ্ট এলাকা থেকে গুলির আওয়াজ পাওয়া যায় ৷" নিরাপত্তারক্ষীরা তল্লাশি শুরু করলে চোরাশিকারিরা পালিয়ে যায় বলে জানান ডিএফও ৷