পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জনসমুদ্রে অযোধ্যা, রাম-দর্শনে ভিড় সামলাতে হিমশিম পুলিশ - অযোধ্যা রাম মন্দির

Shri Ram Temple in Ayodhya: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ও রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ৷ মঙ্গলবার অর্থাৎ আজ থেকেই খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা ৷ দরজা খুলতেই দেব দর্শনে পূণ্যার্জনে ভিড় লক্ষ লক্ষ মানুষের ৷

Shri Ram Temple in Ayodhya
ভোর থেকে রাম মন্দিরের সামনে জনস্রোত

By ANI

Published : Jan 23, 2024, 8:41 AM IST

Updated : Jan 23, 2024, 9:52 AM IST

রাম-দর্শনে ভিড় সামলাতে হিমশিম পুলিশ

অযোধ্যা, 23 জানুয়ারি:রামলালা দর্শন করতে উপচে পড়া ভিড় অযোধ্যায় ৷ পূণ্যার্জনে সোমবার রাত থেকে ভিড় জমিয়েছেন ভক্তরা ৷ ভিড় সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা স্থানীয় পুলিশে প্রশাসনের ৷ এদিন ভোর থেকে অযোধ্যার রাম মন্দিরের সামনে জনস্রোতের ঢল নামে প্রথম দর্শনের জন্য ৷

সোমবার অযোধ্যা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক পুরোহিতের উপস্থিতিতে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান ৷ তারপর আজ থেকেই ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা ৷ মন্দিরের দরজা খোলার আগেই, ভোর 3টে থেকে পূণ্যার্থীরা ভিড় জমিয়েছেন মন্দিররে সমনে ৷ অপ্রত্যাশিত এই ভিড় সামলাতে গিয়েই অযোধ্যার পুলিশ প্রশাসনের নাজেহাল অবস্থা ৷ মন্দির ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে আপাতত দু’দফায় মন্দির দর্শন করা যাবে ৷ সকাল 7টা থেকে 11.30 মিনিট পর্যন্ত ও দ্বিতীয় দফায় দুপুর 2টো থেকে সন্ধ্যে 7 টা পর্যন্ত রামলাল দর্শন পাবেন ভক্তরা ৷ 51 ইঞ্চির রামলালার মূর্তিটি তৈরি করেছেন কর্ণাটকের এক শিল্পী ৷

16 জানুয়ারি থেকে শুরু হয়েছে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের কার্যক্রম ৷ টানা সাতদিন ধরে বিভিন্ন ধরনের সাত্বিক কর্মসূচি পালনের মধ্যে দিতে ৷ সোমবার ছিল শেষ দিন ৷ এদিন দুপুর 12.29 মিনিটে রামলালার মূর্তিকে প্রাণ প্রতিষ্ঠা হয় ৷ এই অনুষ্ঠানে উপস্থতি ছিলেন দেশের বিশিষ্ট নেতা থেকে শুরু করে, বলিউডের অভিনেতা ও অভিনেত্রীরা ৷ সপরিবারে উপস্থিত ছিলেন ধন কুবের মুকেশ অম্বানি, নীতা অম্বানি, আকাশ অম্বানি ও শ্লোকা মেহাতা ৷ এছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষ এসেছিলেন এদিনের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সাক্ষী থাকতে ৷ কথিত আছে দেবী দুর্গার অকাল বোধন হয়েছিল রামের হাতে, আর অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে অকাল দীপাবলির পালিত হল অযোধ্যা-সহ দেশের বিভিন্ন প্রান্তে।

আরও পড়ুন:

  1. রাজসাজে চোখ ফেরানো দায়, কোন গয়নায় সাজলেন রামলালা ?
  2. 'কৌশল্যা'দের আবদার মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন জন্মাল শতাধিক শিশু
  3. রামলালার জন্য সোনা ও হীরের তৈরি 11 কোটির মুকুট, দান করলেন সুরাটের ব্যবসায়ী
Last Updated : Jan 23, 2024, 9:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details