সুরাত, 24 মে: প্রচণ্ড তাপদাহ ও তাপপ্রবাহের জেরে গত 24 ঘণ্টায় 11 জনের মৃত্যু হয়েছে গুজরাতের সুরাতে । গত দু’দিন ধরে প্রচণ্ড গরমে সুরাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । তার মধ্যে এই মৃত্যু চিন্তার কারণ হয়েছে প্রশাসনের কাছে৷ আবহাওয়া দফতর আগামী সোমবার (27 মে) পর্যন্ত কমলা সতর্কতা ঘোষণা করেছে । কমলা সতর্কতার কারণে হিট স্ট্রোকের ঝুঁকিও বেড়েছে ।
সুরাতে হিটস্ট্রোকে গত 24 ঘণ্টায় 11 জনের মৃত্যু - Heatstroke Outbreak in Surat - HEATSTROKE OUTBREAK IN SURAT
Heatstroke Outbreak in Surat: সুরাতে গরমের কারণে গত 24 ঘণ্টায় হিট স্ট্রোকে 11 জনের মৃত্যু হয়েছে । যার জেরে স্বাস্থ্য দফতরে আলোড়ন সৃষ্টি হয়েছে ও স্বাস্থ্য আধিকারিকরা সুরাতে পৌঁছেছেন । গুজরাতের জরুরি পরিষেবা দেওয়ার হেল্পলাইনে একদিনে 224টি ফোন এসেছে চিকিৎসা সংক্রান্ত সাহায্য চেয়ে ।
Published : May 24, 2024, 4:28 PM IST
প্রচণ্ড গরমের কারণে তৈরি হওয়া পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাস্থ্য দফতরের অতিরিক্ত ডিরেক্টর ড. নীলম প্যাটেল শুক্রবার সুরাত পরিদর্শন করেছেন । তিনি সিভিল হাসপাতালে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন । এমন পরিস্থিতিতে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত এবং সঠিক সময়ে মানুষের চিকিৎসা করা উচিত কি না, তা নিয়েও আলোচনা করা হয় । তিনি বলেন, ‘‘চার-পাঁচ জেলায় তাপের প্রভাব সবচেয়ে বেশি । যার কারণে হিট স্ট্রোকের ঘটনা বেড়েছে ।’’
ড. নীলম প্যাটেল বলেন, ‘‘আমরা সমগ্র রাজ্যে আসা তাপপ্রবাহ সম্পর্কিত জরুরি ক্ষেত্রে ক্রমাগত নজর রাখছি । এপ্রিল ও মে মাসের শুরুতে, প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ার 50 থেকে 60টি ঘটনা ঘটেছে ৷ ধীরে ধীরে গরমের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থতার সংখ্যাও বাড়তে থাকে । যা 80-90 এর উপরে ছিল । গত চার দিন ধরে তাপমাত্রা মারাত্মক হারে বাড়ছে । যার কারণে জরুরি পরিষেবায় 188টির বেশি ফোন আসছে । বৃহস্পতিবার (23 মে) 224টি ঘটনার রিপোর্ট এসেছে । সুরাতে তাপপ্রবাহের উপসর্গের কারণে 10 জনের মৃত্যু হয়েছে । তবে সঠিক কারণ এখনও তদন্তাধীন ।’’