নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের শুনানি হচ্ছে না বৃহস্পতিবার ৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে আরজি কর-কাণ্ডের শুনানি হওয়ার কথা ছিল ৷ কিন্তু সেই দিন আদালতে থাকছেন না প্রধান বিচারপতি ৷ আর তার জেরেই হচ্ছে না শুনানিও ৷
বুধবার সুপ্রিম কোর্টের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, প্রধান বিচারপতির সঙ্গে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ বসছে না ৷ ফলে এই বেঞ্চের তালিকাভুক্ত বিষয়গুলির শুনানি হবে না। একই সঙ্গে, ওইদিন বিচারপতি সিটি রবিকুমারও আদালতে থাকবেন না ৷
ফলে আদালত নং 4-এ তালিকাভুক্ত বিষয়গুলির শুনানি হবে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জল ভূঁইয়ার বেঞ্চে ৷ শীর্ষ আদালতের ওই বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে, একাধিক মামলার বেঞ্চ বাতিল হয়েছে ৷ কিন্তু আরজি করের মামলা অন্য কোনও বেঞ্চে স্থানান্তরিত করা হয়নি। শুনানির যে নতুন তালিকা প্রকাশিত হয়েছে শীর্ষ আদালতের তরফে সেই তালিকাতেও নেই আরজি কর মামলা ৷
সুপ্রিম কোর্টের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বৃহস্পতিবার না বসলেও ওই বেঞ্চের বাকি দুই বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্র আলাদা করে 10 নম্বর কোর্টে বসবেন ৷ সেই কোর্টেই ওই বেঞ্চ বেশ কিছু মামলা শুনবে। কিন্তু যে মামলাগুলি 10 নম্বর কোর্টে শুনবেন বিচারপতি পাদরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র, সেখানে আরজি করের উল্লেখ নেই।
নতুন তালিকায় দেখা গিয়েছে, আরজি কর মামলাটি ওইদিন রাখাই হয়নি। অর্থাৎ, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চেও শুনানি হচ্ছে না আরজি করের। অন্যদিকে, আন্দোলনকারীরা কার্যত হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বিচার যত পিছোবে আন্দোলনের গতিপ্রকৃতি ততই বাড়বে ৷