ফারুখাবাদ(উত্তরপ্রদেশ), 13 ফেব্রুয়ারি: রাত বারোটার সময় গরম গরম রুটি চাই বরযাত্রীর ৷ চাহিদা মতো গরম রুটি না মেলায় ভাঙল বিয়ে ৷ অপেক্ষা করে বসে রইলেন কনে ৷ ক্ষুব্ধ হয়ে বরকে নিয়ে বাড়ির পথে হাঁটা দিলেন পরিবারের লোকেরা ৷ রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুখাবাদের শামসাবাদ এলাকায় ৷
জানা গিয়েছে, মিছিল করে নাচতে নাচতে ডিজে বাজিয়ে সময়মতো বিয়ে করতে আসেন বর ৷ তোরজোর শুরু হয় বিয়েতে বসার ৷ এই পর্যন্ত সব ঠিকই ছিল ৷ কিন্তু বিয়ের মাঝে বাধ সাধে গরম রুটি ৷ কনেপক্ষের দাবি, রাত 12টা বাজলেও খেতে আসছিলেন না বরের বন্ধুরা ৷ তাঁরা তখনও ডিজের তালে কোমর দোলাতে ব্যস্ত ৷ এরপর নাচানাচি পর্ব মিটিয়ে বরপক্ষ যখন খেতে বসলেন তখন রুটি শেষ ৷ আর তাতেই রেগে আগুন হয়ে গেল বরপক্ষ ৷
খাবার আসরে ডেকে পাঠানো হয় রাঁধুনিকে ৷ তিনি এসে হাজির হলে তাঁর দিকে তাক করা হল বন্দুক ৷ এরপর শুরু হয় কথা কাটাকাটি ৷ তার জেরে চেয়ার ভেঙে হাততালি দিতে থাকেন বরের বন্ধুরা । তুমুল উত্তেজনা ছড়ায় বিয়ের আসরে । হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু'পক্ষ ৷ এতে মেয়ের বাবা ও ভাই-সহ কয়েকজন আহত হন বলে জানা গিয়েছে । পরিস্থিতির অবনতি হচ্ছে দেখে বিয়ে না করেই পরিবার নিয়ে আসর ছাড়ে বর ৷