পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হিটার থেকে শর্ট সার্কিট, ঘুমের মধ্যেই ঝলসে মৃত তিন শিশু-সহ একই পরিবারের পাঁচ ! - হিটার থেকে শর্ট সার্কিট

Family Members Death in Fire: ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু একই পরিবারের পাঁচজনের ৷ মৃতদের মধ্যে তিন শিশু রয়েছে ৷ মর্মান্তিক ঘটনাটি উত্তরপ্রদেশের ৷ হিটার থেকে শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷

fire
ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 3:13 PM IST

বরেলি(উত্তরপ্রদেশ), 28 জানুয়ারি: ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হল তিন শিশু-সহ একই পরিবারের পাঁচজনের ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলি জেলার ফরিদপুর থানার ফারুখপুর এলাকায় ৷ ঘরে হিটার চলছিল ৷ সেই হিটার শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ৷ মৃতরা হলেন অজয় গুপ্ত (35), তাঁর স্ত্রী অনিতা গুপ্তা (34), ছেলে দিব্যাংশ গুপ্তা (9), মেয়ে দিব্যাংশী (6) এবং ছোট ছেলে দক্ষ (3) ৷

উত্তরপ্রদেশে এমনিতেই প্রচণ্ড ঠান্ডা ৷ স্বাভাবিকভাবেই শনিবার শীতের রাতে হিটার চালিয়ে ঘুমিয়েছিল পরিবারটি । রবিবার সকালে তাদের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা ৷ ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় পুলিশে । ফরিদপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে দেহগুলি উদ্ধার করে ৷ এক প্রতিবেশী বলেন, "মর্মান্তিক ঘটনা ৷ সকালে আমরা ঘরের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখি ৷ পুলিশকে খবর দিই ৷ পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে নিয়ে যায় ৷ ঘরের ভিতরে অজয় ​​গুপ্ত, অনিতা গুপ্ত-সহ তিন সন্তানেরই পুড়ে মৃত্যু হয়েছে ।"

পুলিশ ও প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন । পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে । গ্রামীণ পুলিশ সুপার মুকেশ চন্দ্র মিশ্র জানান, একই পরিবারের পাঁচজনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে । ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব দিক খতিয়ে দেখছে পুলিশ । দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় । তবে হিটারে শর্ট সার্কিট বা ঘরের তারে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে । তার জেরেই পরিবারের সকলে অগ্নিদগ্ধ হন। তবে আশ্চর্যের বিষয় ঘটনার সময় প্রতিবেশীরা কিছুই টের পাননি ৷

আরও পড়ুন:

  1. প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ ডেপুটি মেয়রের মা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
  2. ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু শিশু-সহ একই পরিবারের তিনজনের
  3. বিহারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু দুই শিশু-সহ পরিবারের 4 সদস্যের

ABOUT THE AUTHOR

...view details