তিরুচিরাপল্লী, 6 মে: জল ডুবে মৃত্যু হল 5 মেডিকেল পড়ুয়ার। সপ্তাহের প্রথম দিন এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে কন্যাকুমারীতে। মৃতরা সকলেই তিরুচিরাপল্লীর একটি মেডিক্যাল কলেজের পড়ুয়া বলে জানা গিয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
পুলিশ জানিয়েছে, ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবীণ শ্যাম, গায়েত্রী, চারুকবি, ভেঙ্কটেশ এবং সর্বা দীক্ষিত। এর পাশাপাশি প্রিয়াঙ্কা, নেসি এবং শরণ্যা নামে আরও তিনজনের চিকিৎসা চলছে। কীভাবে এই পড়ুয়ারা ডুবে গেলেন, তা খতিয়ে দেখছেন স্থানীয় থানার আধিকারিকরা।
তদন্তে জানা গিয়েছে, ওই মেডিক্যাল কলেজে মুথুকুমার নামে এক জুনিয়র চিকিৎসক কাজ করেন। কন্যাকুমারীতে তাঁর এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠান ছিল । সেখানেই তিনি যোগ দিতে আসেন। তাঁর সঙ্গে আরও 12 জন পড়ুয়া আসেন। এঁরা সকলেই মুথুকুমারের সঙ্গেই থাকতেন বলে পুলিশ জানতে পেরেছে। আরও জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানের পর তাঁরা কন্যাকুমারী এবং তাঁর আশপাশে ঘুরতে যান। কয়েকটি জায়গা ঘোরার পর তারা লেমুর বিচে এসে পৌঁছন। সেখানেই ঘটে যায় দুর্ঘটনা।