পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মর্মান্তিক! বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ডুবে মৃত্যু 5 মেডিক্যাল পড়ুয়ার - Medical Students Drown To Death - MEDICAL STUDENTS DROWN TO DEATH

Tragedy in kanyakumari: সমুদ্রে স্নান করতে নেমে প্রাণ গেল 5 মেডিক্য়াল পড়ুুয়ার। সপ্তাহের শুরুতেই মর্মান্তিক ঘটনার সাক্ষী ভারতের দক্ষিণ প্রান্তের শেষ ভূ-খণ্ড।

Tragedy in kanyakumari
ডুবে মৃত্যু 5 মেডিক্যাল পড়ুয়ার (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 10:19 PM IST

তিরুচিরাপল্লী, 6 মে: জল ডুবে মৃত্যু হল 5 মেডিকেল পড়ুয়ার। সপ্তাহের প্রথম দিন এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে কন্যাকুমারীতে। মৃতরা সকলেই তিরুচিরাপল্লীর একটি মেডিক্যাল কলেজের পড়ুয়া বলে জানা গিয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

পুলিশ জানিয়েছে, ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবীণ শ্যাম, গায়েত্রী, চারুকবি, ভেঙ্কটেশ এবং সর্বা দীক্ষিত। এর পাশাপাশি প্রিয়াঙ্কা, নেসি এবং শরণ্যা নামে আরও তিনজনের চিকিৎসা চলছে। কীভাবে এই পড়ুয়ারা ডুবে গেলেন, তা খতিয়ে দেখছেন স্থানীয় থানার আধিকারিকরা।

তদন্তে জানা গিয়েছে, ওই মেডিক্যাল কলেজে মুথুকুমার নামে এক জুনিয়র চিকিৎসক কাজ করেন। কন্যাকুমারীতে তাঁর এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠান ছিল । সেখানেই তিনি যোগ দিতে আসেন। তাঁর সঙ্গে আরও 12 জন পড়ুয়া আসেন। এঁরা সকলেই মুথুকুমারের সঙ্গেই থাকতেন বলে পুলিশ জানতে পেরেছে। আরও জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানের পর তাঁরা কন্যাকুমারী এবং তাঁর আশপাশে ঘুরতে যান। কয়েকটি জায়গা ঘোরার পর তারা লেমুর বিচে এসে পৌঁছন। সেখানেই ঘটে যায় দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, প্রথমে একসঙ্গে দশ পড়ুয়া ডুবে যান। তাঁদের মধ্যে প্রথমেই 3 জনকে উদ্ধার করা সম্ভব হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দু'জনের প্রাণ যায়। বাকি 7 জনকে উদ্ধার করতে বেশ কিছুটা সময় লেগে যায়। পরে আরও তিন জনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালেই চিকিৎসা চলছে। স্থানীয়দের থেকে পুলিশ বিষয়টি সবিস্তারে জানার চেষ্টা করছেন।

এদিকে, এই কয়েকজনের দেহ উদ্ধার করতে গিয়ে আদিশা নামে বছর সাতকেরে একটি নাবালিকার দেহও খুঁজে পান উদ্ধারকারী। জানা গিয়েছে, দিন কয়েক আগে থেকে এই নাবালিকার খোঁজ মিলছিল না । এবার মেডিক্যাল পড়ুয়াদের সঙ্গে তাঁর দেহও উদ্ধার হল।

আরও পড়ুন:

  1. শ্রীনগরে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে 6, উদ্ধার 6 জন
  2. বন্ধুকে তলিয়ে যেতে দেখে জলে ঝাঁপ দুই কিশোরের, মৃত্যু 3 নাবালকের

ABOUT THE AUTHOR

...view details