চণ্ডীগড়, 3 এপ্রিল: ইজরায়েলে কাজের জন্য হরিয়ানা থেকে পাড়ি দিল 530 জন যুবকের প্রথম দলটি ৷ বিদেশে যাত্রা করার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী নয়াব সাইনি ফোনে এই যুবকদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের মঙ্গল কামনা করেছেন । এছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারও ইজরায়েলে যাওয়া যুবকদের সঙ্গে কথা বলেছেন। এই যাওয়ার প্রক্রিয়ায় তাঁদের সহযোগিতা করার জন্য সমস্ত যুবক রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ।
বেতন 1.37 লক্ষ টাকা: ইজরায়েলে যাওয়া বেশিরভাগ যুবককে 1.37 লক্ষ টাকা বেতন দেওয়া হবে। প্রথম ধাপে সাফল্যের পর রাজ্য সরকার দ্বিতীয় দফায় যুবকদের কর্মসংস্থানের জন্য আবার শূন্যপদ জারি করবে । লোকসভা নির্বাচনের পরে এই শূন্যপদ ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে । 2024 সালের জানুয়ারিতে 7টি দেশে 13294টি পদে কাজের জন্য ভারতের যুবকদের পাঠানোর দাবি করা হয়েছিল । এর জন্য পদ, যোগ্যতা ও বেতনও প্রকাশ্যে আনা হয়েছে ।
530 জনকে ইজরায়েলে পাঠানো হয়েছে: ইজরায়েলে 10 হাজার কর্মী নিয়োগের জন্য 1370 প্রার্থী আবেদন করেছিলেন । কিন্তু এর মধ্যে মাত্র 530 জনকে ইজরায়েলে পাঠানো হয়েছে । ইজরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল যুবকদের জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছে । হরিয়ানায় 16 থেকে 20 জানুয়ারি রোহতকে এই নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হয়েছিল ।