ছাপড়া (বিহার), 6 সেপ্টেম্বর:ভারতীয় ন্যায় সংহীতার অধীনে দেশে প্রথম যাবজ্জীবন কারাদণ্ড ৷ মাসকয়েক আগে একসঙ্গে তিনটি খুনের ঘটনায় দুই অভিযুক্তকে বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিল ছাপড়ার জেলা ও দায়রা আদালত ৷
বৃহস্পতিবার বিচারক পুনীত কুমার গর্গ উভয় পক্ষের যুক্তি শোনার পর সাজা ঘোষণা করেন ৷ দোষীদের মধ্যে একজনের বিরুদ্ধে ন্যায় সংহীতার 103(1) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও 25 হাজার টাকা জরিমানার ঘোষণা করেন বিচারপতি ৷ অপরজনকে 109(1) ধারায় 6 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি 10 হাজার টাকা জরিমানার সাজা শোনান ৷ রায় ঘোষণার পর পুলিশ সুপার কুমার আশিস বলেন, "এই মামলার তদন্ত প্রক্রিয়া সময়ের আগেই শেষ হয়েছে ৷ নতুন আইনের আওতায় দেশের এই প্রথম মামলায় আদালত ও পুলিশের সহায়তায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছে ।"