পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণে অভিযুক্ত বাবা ! পকসো আইনে মামলা দায়ের - Father Rapes Daughter - FATHER RAPES DAUGHTER

Man Raped His 3-Year Old Daughter: বিপদ-আপদ থেকে আগলে রাখার পরিবর্তে বাবাই যখন আড়াই-তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণ করছে তখন ওই শিশুকে নিরাপত্তা দেবে কে? অবিশ্বাস্য হলেও এমনই জঘন্য ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের একটি ছোট জনপদ মাচেরলায় ৷

MINOR GIRL RAPED
তিন বছরের মেয়েকে ধর্ষণ করলেন বাবা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 11:09 PM IST

মাচেরলা (অন্ধ্রপ্রদেশ), 28 অগস্ট: একটি শিশু, একটি মেয়ে তার সুরক্ষার জন্য ছোট থেকে যাঁর উপর সবচেয়ে বেশি ভরসা করে, সেই মানুষটি হল তার বাবা ৷ কিন্তু, সেই বাবাই যখন তাকে ধর্ষণ করে, তখন সেই মেয়েটি কার কাছে নিজেকে সুরক্ষিত মনে করবে, কাকেই বা বিশ্বাস করবে ! বিপদ-আপদ থেকে আগলে রাখার পরিবর্তে বাবাই যখন আড়াই-তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণ করছে তখন ওই শিশুকে নিরাপত্তা দেবে কে?

অবিশ্বাস্য হলেও এমনই জঘন্য ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের একটি ছোট জনপদ মাচেরলায় ৷ আজ সমাজ কোথায় যাচ্ছে বুঝতে পারছেন না অনেকেই । চার হাত-পা, মানুষের মতো চেহারা থাকা সত্ত্বেও কেউ কেউ পশুর থেকেও খারাপ আচরণ করছে । অন্ধ্রপ্রদেশের মাচেরলার নির্যাতিতা মেয়েটির বয়স মাত্র তিন বছর ৷ এই বয়সে সে যখন গোটা দুনিয়াকে, আশেপাশের সম্পর্কগুলিকে একটু একটু করে চেনার চেষ্টা করছে, নতুন নতুন সম্পর্কের নাম জানছে, তখনই তার সঙ্গে এমন ভয়াবহ ঘটনা ঘটে গেল ৷

মাচেরলা পুলিশ পকসো আইনে 37 বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে তাঁর মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করেছে । মাচেরলা থানার সিআই প্রভাকরের মতে, বাবার তাঁর মেয়েকে যৌন নির্যাতনের এই ঘটনা এটাই প্রথম নয় । প্রায় দুই বছর আগের একটি ঘটনায় একটি বছর পাঁচেকের মেয়ে তাঁর বাবার বিকৃত যৌন লালশার শিকার হয় ৷ এর পর আতঙ্কিত, নির্যাতিতা মেয়েটি তাঁর মায়ের কাছে ফিরে যায় ৷ ওই ঘটনায় জানা যায় যে, পাঁচ বছরের ওই মেয়েকে প্রায় দুই বছর ধরে যৌন নির্যাতন করেছে তার বাবা । এই ঘটনায় শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা দায়ের করে গ্রেফতার করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details