যোধপুর (রাজস্থান), 18 সেপ্টেম্বর: ধর্ষণের ঘটনা এখন নিত্য়দিনের খবরের একটা অংশ হয়ে উঠেছে ৷ তবে যোধপুরের এই ঘটনা আপনাকে ভাবাবে ৷ স্কুল পড়ুয়া ছেলে বা মেয়ের হাতে মোবাইল দেওয়ার আগে দু'বার ভাববেন ৷
আট বছরের নাবালিকাকে ধর্ষণ করল প্রতিবেশী 11 বছরের নাবালক ৷ ঘটনাটি ঘটেছে যোধপুরের লুনি থানা এলাকায় । জানা গিয়েছে, অভিযুক্ত নাবালক মোবাইলে প্রতিদিন অশ্লীল ভিডিয়ো দেখত ৷ যা এক প্রকার তার নেশা হয়ে দাঁড়িয়েছিল বলা যায় ৷ সেই থেকেই এই ঘটনা ঘটায় সে ৷ যা জানতে পেরে পুলিশও হতবাক । বর্তমানে নাবালককে আটক করে হোমে পাঠানো হয়েছে ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখছেন এডিসিপি লাভুরাম ।
এই ঘটনায় লুনি থানার আধিকারিক হুকাম সিং জানান যে, নির্যাতিতার মা প্রতিবেশী নাবালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগে বলা হয়, ঘটনাটি ঘটেছে 14 সেপ্টেম্বর । ঘটনার তিন দিন পরও আতঙ্কে পরিবারের সদস্যরা ঘটনাটি কাউকে জানায়নি । কিন্তু মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার থানায় গিয়ে অভিযোগ দায়ের করে পরিবার । এরপর নির্যাতিতার চিকিৎসা শুরু হয় । অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত নাবালককে গ্রেফতার করে ।
পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে নির্যাতনকারী নাবালক মোবাইলে অশ্লীল ভিডিয়ো দেখায় আসক্ত । ঘটনার আগেও সে ভিডিয়োগুলো দেখেছিল ৷ একটানা এ ধরনের ভিডিয়ো দেখার অভ্যাসের কারণে সে এ ঘটনা ঘটিয়েছে । সাধারণত যে কেউ অশ্লীল ভিডিয়ো সবসময় দেখে মানসিকভাবে হতাশ হয়ে এই ঘটনা ঘটায় ৷ এক্ষেত্রেও তাই হয়েছে বলে অনুমান ৷
এই ঘটনা স্বাভাবিকভাবেই অভিভাবদের কাছে যথেষ্ট চিন্তার ৷ স্কুল পড়ুয়ারা বাড়িতে থাকাকালীন প্রায়ই মোবাইল হাতে বেশ কিছুক্ষণ সময় কাটায় ৷ কিন্তু তারা কী দেখছে তা ঘুণাক্ষরেও জানতে পারেন না বাড়ির লোকেরা ৷ সেক্ষেত্রে দিনের পর দিন এহেন জিনিস দেখলে এমন অপরাধ ঘটতেই পারে যে কোনওসময় ৷ তাই আশু সাবধান হওয়া প্রয়োজন এখনই ৷