নয়াদিল্লি, 17 মার্চ: দিল্লি জল বোর্ড (ডিজেবি)-এ আর্থিক তছরুপের তদন্তে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আরও একটি সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । রবিবার সূত্র মারফৎ জানা গিয়েছে যে, আগামিকাল অর্থাৎ সোমবার আম আদমি পার্টি সুপ্রিমোকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ৷
ডিজেবি-তে অবৈধ টেন্ডারিং ও অর্থ তছরুপের অভিযোগের বিষয়ে ইডি যে তদন্ত করছে, তারই অংশ হিসাবে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টের (পিএমএলএ) ধারা 50-এর অধীনে শনিবার সন্ধ্যায় কেজরিওয়ালকে সমন জারি করা হয়েছে । আম আদমি পার্টির নেতা এবং দিল্লির মন্ত্রী অতিশী রবিবার দাবি করেছেন যে মামলাটি 'ভুয়ো' ৷ তিনি বলেন যে, দল এই বিষয়ে ইডি দ্বারা নথিভুক্ত করা মামলা সম্পর্কে অবগত নয় ।
দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল সন্ধ্যায় ইডির আরেকটি সমন পেয়েছেন ৷ তাঁকে দিল্লি জল বোর্ডের সঙ্গে সম্পর্কিত কিছু তদন্তে যোগ দিতে বলেছে ইডি । চলতি বছরের ফেব্রুয়ারিতে, ডিজেবি-র টেন্ডারিং প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মানি লন্ডারিং তদন্তের জন্য ইডি অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার জগদীশ কুমার অরোরা এবং একজন ঠিকাদার অনিল কুমার আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছিল ।
ডিজেবি-র টেন্ডারিং প্রক্রিয়ায় অনিয়মের পৃথক দুটি বিষয়ের তদন্ত করছে ইডি ৷ এর ফৌজদারি মামলা সিবিআইয়ের একটি এফআইআর এবং দিল্লি সরকারের দুর্নীতি দমন শাখা (এসিবি) থেকে এসেছে । সিবিআই এফআইআরে অভিযোগ করা হয়েছে যে, ডিজেবির কর্মকর্তারা এনবিসিসি (ইন্ডিয়া) লিমিটেডের আধিকারিকদের সঙ্গে যোগসাজশে ইলেক্ট্রো-ম্যাগনেটিক ফ্লো মিটার সরবরাহ, ইনস্টলেশন, পরীক্ষা এবং চালু করার জন্য কোম্পানিকে টেন্ডার দেওয়ার সময় এনকেজি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে "অযাচিত সুবিধা" দিয়েছে ।
দ্বিতীয় অভিযোগ 2022 সালের নভেম্বরে এসিবি-র অভিযোগের সঙ্গে সম্পর্কিত, যেখানে বলা হয়েছিল যে ডিজেবি তার বিভিন্ন অফিসে স্বয়ংচালিত বিল পরিশোধের মেশিন (কিওস্ক) স্থাপনের জন্য একটি দরপত্র প্রদান করেছে যাতে গ্রাহকদের বিল পরিশোধে সুবিধা হয় । এই সমন ছাড়াও, আগেই আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে নবম সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এই মামলা সম্পর্কিত আর্থিক তছরুপের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে 21 মার্চ ডেকে পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন:
- মার্চেই জিজ্ঞাসাবাদ, কেজরিওয়ালকে নবম সমন জারি ইডির
- 'ভোট ব্যাংকের নোংরা রাজনীতি সিএএ', তোপ দাগলেন কেজরিওয়াল
- ইডি'র সমন 'বেআইনি', কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কার্যালয়ে ফের হাজিরা এড়ালেন কেজরিওয়াল