পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ইডির নজরে বিজয়ন-কন্যা, আর্থিক তছরুপের মামলা দায়ের ইডি'র - Pinarayi Vijayan

Pinarayi Vijayan: লোকসভা ভোটের মুখে কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম-এর বর্ষীয়ান নেতার মেয়ে বীণার বিরুদ্ধে উঠল আর্থিক তছরুপের অভিযোগ ৷ ইডি ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মামলা করছে বলে জানা গিয়েছে ৷ এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে পারদ চড়তে শুরু করেছে।

Pinarayi Vijayan
Pinarayi Vijayan

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 11:09 PM IST

তিরুঅনন্তপুরম, 27 মার্চ:এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে ৷ বাম সরকারের মুখ্যমন্ত্রীর মেয়ে বীণা বিজয়নের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা ইতিমধ্যেই রুজু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। ভিন্ন দু'টি সংস্থা থেকে বীণার সংস্থায় টাকা ঢুকেছে বলে অভিযোগ।

বীণা বিজয়নের একটি তথ্যপ্রযুক্তি সংস্থা রয়েছে। অভিযোগ, এই সংস্থায় ভিন্ন দুটি কোম্পানি থেকে বেআইনিভাবে অর্থ ঢুকেছে। সেই তছরুপের মামলাতেই জড়িয়ে গিয়েছে সিপিএম নেতার মেয়ের নাম। খবর প্রকাশ্যে আসার পর থেকেই কেরালার বিরোধী দলগুলির তরফে শুরু হয়েছে বিজয়নের সমালোচনা। ইডি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের তলব করবে বলে আশা করা হচ্ছে, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।

বিজয়ন কন্যার বিরুদ্ধে আরও অভিযোগ, কেরলের দুই সংস্থা কোচি মিনারেলস এবং রুটাইল লিমিটেড 2018 থেকে 2019 সালের মধ্যে বীণার সংস্থা (এক্সালোজিক সলিউশন) 1.21 কোটি টাকা দিয়েছিল। যা বেআইনি লেনদেন বলে অভিযোগ। কিন্তু, বাস্তবে কোনও কাজই হয়নি। অভিযোগ, কাজের নামে বেআইনি অর্থের লেনদেন করা হয়েছিল কেবলমাত্র। গোটা বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় এজেন্সিকে নির্দেশ দিয়েছিল কর্পোরেট বিষয়ক মন্ত্রক। আর তারপরই মামলা রুজু করেছে ইডি।

কর্ণাটক হাইকোর্ট গত মাসে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও) দ্বারা শুরু করা তদন্তের বিরুদ্ধে এক্সালোজিক সলিউশনের দায়ের করা একটি আবেদন খারিজ করে দেয় ৷ গেরুয়া শিবিরের বিরুদ্ধে বরাবরই সরব কেরলের মুখ্যমন্ত্রী। দেশের মধ্যে একমাত্র এই রাজ্যেই বামেরা ক্ষমতায়। ফলে লোকসভা নির্বাচনের মুখে কেরালায় রাজনৈতিক উত্তাপ ঊর্ধ্বমুখী। লাল ও গেরুয়া শিবির একে অপরের বিরুদ্ধে নানা আক্রমণ শানাচ্ছেন এই ঘটনায় ৷

আরও পড়ুন:

  1. ফেমা মামলায় বৃহস্পতিতে মহুয়াকে দিল্লিতে তলব করল ইডি
  2. লোকসভা নির্বাচনের ইডি অভিযান, ওয়াশিং মেশিন থেকে উদ্ধার 2 কোটিরও বেশি
  3. আবগারি দুর্নীতি নিয়ে ইডি-কেন্দ্রকে নিশানা কেজরি-পত্নী সুনীতার

ABOUT THE AUTHOR

...view details