নয়াদিল্লি, 20 মার্চ: সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা ও দীর্ঘ সময় তদন্ত চালিয়ে যাওয়ার মাধ্যমে অভিযুক্তদের ন্যায্য জামিনের আবেদনের বিরোধিতা করা ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই কাজের উপর বুধবার অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট ৷ আদালত উল্লেখ্য করেছে, এর ফলে অভিযুক্তদের অনির্দিষ্টকালের জন্য কারাদণ্ড ভোগ করতে হচ্ছে বিনা বিচারে ৷ এ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ ৷
শীর্ষ আদালত এই ইস্যুতে, ইডি-র হয়ে সওয়ালকারী অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে উদ্দেশ্য করে মন্তব্য করে, " অভিযুক্ত ব্যক্তি বিনা বিচারে কারাগারে বন্দি রয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে আপনি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করতে পারেন না ৷ এই মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তি গত 18 মাস ধরে বিনা বিচারে কারাগারে বন্দি রয়েছেন ৷ এটা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে ৷"
বেঞ্চ উল্লেখ করেছে, "জামিনের অধিকার সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের 45 নম্বর পিএমএলএ ধারায় উল্লিখিত রয়েছে ৷ যা জামিনের জন্য কঠোর দু’টি শর্ত আরোপ করে ৷ ফলে আদালতের জামিন দেওয়ার অধিকার প্রয়োগে বাধা দেওয়া যাবে না ৷" বেঞ্চ জানিয়েছে, "ডিফল্ট জামিনের অর্থ হল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি অভিযুক্তকে গ্রেফতার করতে পারবেন না ৷ আর আপনি বলতেও পারেন না, যে তদন্ত শেষ না হলে বিচার শুরু হবে না ৷"