পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিনা বিচারে অভিযুক্তকে দীর্ঘ সময় জেলে রাখতে পারে না ইডি, স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্ট - SC on Without Trial Jailed

SC on Without Trial Jailed: দিনের পর দিন তদন্ত দীর্ঘায়িত করে যাওয়া ও সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে অভিযুক্তকে জেলে বন্দি করে রাখা ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির এই আচরণের ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট ৷ এনিয়ে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ভর্ৎসনা করল শীর্ষ আদালত ৷

ETV BHRATA
ETV BHRATA

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 9:14 PM IST

নয়াদিল্লি, 20 মার্চ: সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা ও দীর্ঘ সময় তদন্ত চালিয়ে যাওয়ার মাধ্যমে অভিযুক্তদের ন্যায্য জামিনের আবেদনের বিরোধিতা করা ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই কাজের উপর বুধবার অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট ৷ আদালত উল্লেখ্য করেছে, এর ফলে অভিযুক্তদের অনির্দিষ্টকালের জন্য কারাদণ্ড ভোগ করতে হচ্ছে বিনা বিচারে ৷ এ নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছে বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ ৷

শীর্ষ আদালত এই ইস্যুতে, ইডি-র হয়ে সওয়ালকারী অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজুকে উদ্দেশ্য করে মন্তব্য করে, " অভিযুক্ত ব্যক্তি বিনা বিচারে কারাগারে বন্দি রয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে আপনি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করতে পারেন না ৷ এই মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তি গত 18 মাস ধরে বিনা বিচারে কারাগারে বন্দি রয়েছেন ৷ এটা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে ৷"

বেঞ্চ উল্লেখ করেছে, "জামিনের অধিকার সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের 45 নম্বর পিএমএলএ ধারায় উল্লিখিত রয়েছে ৷ যা জামিনের জন্য কঠোর দু’টি শর্ত আরোপ করে ৷ ফলে আদালতের জামিন দেওয়ার অধিকার প্রয়োগে বাধা দেওয়া যাবে না ৷" বেঞ্চ জানিয়েছে, "ডিফল্ট জামিনের অর্থ হল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনি অভিযুক্তকে গ্রেফতার করতে পারবেন না ৷ আর আপনি বলতেও পারেন না, যে তদন্ত শেষ না হলে বিচার শুরু হবে না ৷"

তবে, অনেকক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে হয় বলেও উল্লেখ করেছেন বিচারপতি সঞ্জীব খান্না ৷ তিনি অতিরিক্ত সলিসিটর জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, "আমরা কিছু ক্ষেত্রে আপনাদের সাপ্লিমেন্টারি চার্জশিট গ্রহণ করব ৷ সেই মতো নোটিশ জারি করব আপনাদের জন্য ৷ কিন্তু, অভিযুক্তকে গ্রেফতার করার পর, বিচার প্রক্রিয়া চলতে থাকবে ৷"

উল্লেখ্য, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের প্রাক্তন সহযোগী প্রেম প্রকাশকে ইডি গ্রেফতার করেছিল 18 মাস আগে ৷ হাইকোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর, প্রেম প্রকাশ সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছেন ৷ তবে, মামলাটি গ্রহণ করার পর সুপ্রিম কোর্ট 29 এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ৷

আরও পড়ুন:

  1. বাছাই কমিটিতে বিচারবিভাগীয় সদস্যের উপস্থিতির উপর নির্বাচন কমিশনের স্বাধীনতা নির্ভর করে না: কেন্দ্র
  2. কেন্দ্রের জবাব তলব করেও সিএএ লাগু করা নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট
  3. নাগরিকত্ব সংশোধনী আইন স্থগিত করার আর্জি সুপ্রিম কোর্টে, শুনানি আজ

ABOUT THE AUTHOR

...view details