পাটনা, 10 মার্চ: লোকসভা নির্বাচনের আগে আবারও দুর্নীতির অভিযোগে গ্রেফতার বিজেপি বিরোধী শিবিরের এক নেতা ৷ এবার বিহারের বালি ব্যবসায়ী তথা লালুপ্রসাদ ঘনিষ্ঠ আরজেডি নেতা সুভাষ যাদবকে গ্রেফতার করা হল ৷ শনিবার দিনভর বিহারের দানাপুর-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযানের পর, রবিবার ভোররাতে সুভাষ যাদবকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ জানা গিয়েছে, সুভাষ যাদবের দানাপুরের বাড়ি থেকে 2 কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করেছে ইডি ৷ আজ আদালতে পেশ করা হলে, আরজেডির এই নেতাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷
শনিবার বিহারের দানাপুর, নাসরিগঞ্জ, শাহপুর, যদুবংশী নগর, মানের হলদি চাপড়া এবং পাটনার গোলা রোড ও ক্যানাল রোডের দিনভর তল্লাশি চালায় ইডি ৷ এই জায়গাগুলির কোথাও সুভাষ যাদবের বাড়ি, তো কোথাও অফিস রয়েছে ৷ এই সমস্ত জায়গা থেকে একাধিক নামে-বেনামে বিভিন্ন সম্পত্তির কাগজ পাওয়া গিয়েছে ৷ উল্লেখ্য, এই সুভাষ যাদব বিহারের ব্রডসন লিমিটেড সংস্থার অন্যতম ডিরেক্টর ৷ এই সংস্থা বিরুদ্ধে আড়াইশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ৷ এই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে ইডি সুভাষ যাদবের একাধিক ঠিকানায় হানা দেয় ৷