পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জাতপাত-ধর্ম নিয়ে প্রচার নয়, পাঁচ দফা ভোট মিটে যাওয়ার পর নাড্ডা-খাড়গেকে সতর্ক করল কমিশন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

EC Reprimands BJP-Congress: জাতপাত-ধর্ম নিয়ে প্রচার করা যাবে না ৷ প্রতিরক্ষা নিয়ে রাজনীতি করা যাবে না ৷ বিজেপি ও কংগ্রেসকে চিঠি দিয়ে এ ব্যাপারে সতর্ক করল নির্বাচন কমিশন ৷ তবে যতদিনে কমিশনের নির্দেশ এলো ততদিনে দেশে পাঁচ দফা ভোট হয়ে গিয়েছে। শেষ হয়ে গিয়েছে প্রচারের সিংহভাগই।

ETV BHARAT
নাড্ডা ও খাড়গেকে সতর্ক করল কমিশন (নিজস্ব ছবি)

By PTI

Published : May 22, 2024, 8:09 PM IST

Updated : May 22, 2024, 10:08 PM IST

নয়াদিল্লি, 22 মে:বিজেপি এবং কংগ্রেসকে জাতপাত, বর্ণ, সম্প্রদায়, ভাষা এবং ধর্মের নামে ভোটের প্রচার করা থেকে বিরত থাকতে বলল নির্বাচন কমিশন ৷ কমিশন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে চিঠি লিখে বলেছে, নির্বাচনের জন্য ভারতের সামাজিক-সাংস্কৃতিক পরিস্থিতির ক্ষতি হতে দেওয়া যাবে না ৷ পাঁচ দফা ভোট হয়ে যাওয়ার পর এমনই নির্দেশ দিল দেশের নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা সংস্থা।

বুধবার বিজেপি ও কংগ্রেসের প্রধানকে পৃথক পৃথক চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷ চিঠিতে কমিশনের নির্দেশ, দলের তারকা প্রচারকদের উদ্দেশে আনুষ্ঠানিক নোটিশ পাঠাতে হবে দুই দলের প্রধানকে ৷ সেই নোটিশে প্রচারকদের লোকসভা ভোটের প্রচারের সময় এমন বিবৃতি দিতে নিষেধ করতে হবে যা 'সমাজকে বিভক্ত করে'৷

রাজস্থানের বাঁশওয়াড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিভেদমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগে বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে নোটিশ পাঠিয়েছিল কমিশন ৷ তার প্রায় এক মাস পরে মোদির সপক্ষে নাড্ডার দেওয়া যুক্তি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন ৷ একইসঙ্গে নাড্ডাকে এবং তাঁর দলের তারকা প্রচারকদের ধর্মীয় ও সাম্প্রদায়িক প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে ।

যে প্রচারণামূলক বক্তৃতা সমাজকে বিভক্ত করতে পারে, তা বিজেপিকে বন্ধ করতে বলেছে নির্বাচন কমিশন । নাড্ডার পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে এ দিন একই রকমের একটি চিঠি পাঠিয়েছে কমিশন ৷ খাড়গে এবং তাঁর দলের শীর্ষ নেতা রাহুল গান্ধির মন্তব্যের বিরুদ্ধে বিজেপি যে অভিযোগ জানিয়েছিল, সে সম্পর্কে খাড়গের জবাবও এ দিন খারিজ করেছে কমিশন ৷ কংগ্রেসকে প্রতিরক্ষা বাহিনী নিয়ে রাজনীতি না-করতে এবং সশস্ত্র বাহিনীর আর্থ-সামাজিক গঠন সম্পর্কে বিভাজনমূলক বিবৃতি দিতে নিষেধ করা হয়েছে । কংগ্রেসকে এটা নিশ্চিত করতে হবে যে, তার তারকা প্রচারক এবং প্রার্থীরা এমন কোনও বিবৃতি দেবেন না, যা সংবিধান বাতিল বা বিক্রি হতে পারে এমন কোনও মিথ্যা ধারণা তুলে ধরে ।

তারকা প্রচারকদের তাঁদের বক্তৃতা সংশোধন, বক্তব্য সম্পর্কে যত্নবান হওয়া এবং নিয়ম মেনে বক্তব্য রাখার জন্য দুই জাতীয় দলের সভাপতিকে আনুষ্ঠানিকভাবে নোটিশ জারি করতে বলেছে কমিশন ।

আরও পড়ুন:

  1. মমতাকে 'কুরুচিকর' মন্তব্য, কমিশনের কড়া শাস্তির মুখে প্রাক্তন বিচারপতি অভিজিৎ
  2. সুকান্তকে শো-কজেও না-খুশ তৃণমূল, নির্বাচন কমিশনকে ‘বিজেপির শাখা সংগঠন’ বলে কটাক্ষ
  3. ভোটের মাঝেই অস্বস্তিতে সুকান্ত মজুমদার, বিজেপি নেতাকে শো-কজ করল নির্বাচন কমিশন
Last Updated : May 22, 2024, 10:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details