পিথোরাগড় (উত্তরাখণ্ড), 21 ডিসেম্বর: ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারতের পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ড । শনিবার ভোররাতে ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে উত্তরাখণ্ডের সীমান্তবর্তী জেলা পিথোরাগড় ৷ প্রশাসনিক সূত্রের খবর, ভোর 4টের সময় একটি কম্পন অনুভূত হয় । এর ফলে সাধারাণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ প্রাণের ভয়ে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও অনেকে ঘর থেকে বেরিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন স্থানীয়রা । এখনও পর্যন্ত কোথাও থেকে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।
ওই জেলার দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক ভূপেন্দ্র মাহার জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 4.8 ম্যাগনিটিউড । এখনও পর্যন্ত কোথাও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ তবে এলাকাবাসীদের সতর্ক থাকার কথা বলা হয়েছে ৷ এদিন, চম্পাওয়াত-সহ একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে বলে জানান ওই আধিকারিক ।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, ভারতীয় সময় শনিবার ভোর 3টে 59 মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয় ৷ ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল ৷ নেপাল, ভারত ও চিনের বেশ কয়েকটি এলাকায় এদিন কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে ৷
প্রসঙ্গত, ভূগর্ভে উপস্থিত 7টি প্লেটের মধ্যে সংঘর্ষের কারণে ভূমিকম্প হয়ে থাকে ৷ প্রতিটি দেশের সিসমিক মানচিত্রের নিরিখে মোট 4টি ভূমিকম্প প্রবণ এলাকা (জোন) রয়েছে ৷ সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকাগুলিকে রাখা হয়েছে জোন V-এ ৷ বিশ্বের 11 শতাংশ দেশ এই জোনের অন্তর্গত ৷ অন্যদিকে, 18 শতাংশ দেশ নিয়ে তৈরি হয়েছে পরবর্তি ভূমিকম্প প্রবণ জোন IV, 30 শতাংশ দেশ আংশিক ভূমিকম্প প্রবণ জোন III-এর অন্তর্গত এবং বাকি দেশগুলি রয়েছে জোন II-এ, যেখানে ভূমিকম্প হয় না বললেই চলে ৷ ভূমিকম্প তত্ত্ব কেন্দ্রের মতে, ভারতের উত্তরাখণ্ড রয়েছে জোন IV-এর অন্তর্গত ৷ অর্থাৎ, উত্তরের এই রাজ্য ভূমিকম্প প্রবণ জোনের মধ্যে পড়ে ৷