পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হিমাচলে ভূমিকম্প, 5.3 তীব্রতায় কেঁপে উঠল পাহাড়ি রাজ্য - EARTHQUAKE IN HIMACHAL - EARTHQUAKE IN HIMACHAL

EARTHQUAKE IN HIMACHAL PRADESH:ফের কেঁপে উঠল হিমাচল প্রদেশ ৷ রাতের দিকে আচমকাই কম্পন অনুভূত হলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা ৷ যদিও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি ৷

EARTHQUAKE
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 11:09 PM IST

Updated : Apr 5, 2024, 7:47 AM IST

সিমলা, 4 এপ্রিল:কেঁপে উঠল হিমাচল প্রদেশ ৷ বৃহস্পতিবার রাত 9:34 মিনিট নাগাদ আচমকাই কেঁপে ওঠে প্রদেশের বিভিন্ন এলাকা ৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.3। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চাম্বা। তবে এখনও পর্যন্ত কোনও রকম ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি ৷ এমনকী মানালিতে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে ৷

এর আগে 1905 সালের 4 এপ্রিল হিমাচলের কাংড়ায় 7.8 মাত্রার কম্পন অনুভূত হয়েছিল ৷ যাতে প্রায় হারিয়েছিলেন প্রায় 20 হাজার মানুষ ৷ সেই স্মৃতি যেন আরও একবার নাড়া দিয়ে গেল ৷ বৃহস্পতিবার রাতে হওয়া ভূমিকম্পের কম্পন টের পেতেই মানুষজন ঘর থেকে বেরিয়ে আসেন। উল্লেখ্য, সোমবার রাতেও 3.5 মাত্রার একটি ভূমিকম্প হিমাচলে অনুভূত হয়েছিল ৷ এর গভীরতা মাপা হয়েছে ৫ কিলোমিটার।

প্রসঙ্গত, কিছুদিন আগেই তাইওয়ানের ভূমিকম্পের সাক্ষী থেকেছে বিশ্ববাসী ৷ তাইওয়ানের পূর্ব উপকূল ভূমিকম্পে শহরটির একাধিক জায়গা ধ্বংসাবশেষ দেখা গিয়েছে ৷ রিখটার স্কেলে এর তীব্রতা ছিল 7.4 ৷ আহত হন 1 হাজারের বেশি মানুষ ৷ প্রাণ হারান 9 জন ৷ এছাড়া ধসে পড়া টানেলে 127 জন আটকে পড়েন বলে জানা যায় ৷ তাইওয়ানের এই ঘটনায় জাপানে জারি হয়েছিল সুনামির সতর্কতা ৷ তবে সুনামি না হলেও কম্পন অনুভূত হয় ৷

সংবাদসংস্থা পিটিআই’কে চণ্ডীগড়ের বাসিন্দা সঞ্জয় কুমার বলেন, “আমি কয়েক সেকেন্ডের জন্য একটি শক্তিশালী ঝাঁকুনি অনুভব করেছি । আমি যখন নীচে নামতে যাচ্ছিলাম, তখনই কম্পন বন্ধ হয়ে গেল ।’’

Last Updated : Apr 5, 2024, 7:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details