নয়াদিল্লি, 22 ফেব্রুয়ারি: বিবাহিত মহিলারা পণ বা যৌতুকের দাবিতে স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 498A-তে নিষ্ঠুর অপরাধের মামলা করতে পারে না ৷ এমনই জানাল সুপ্রিম কোর্ট ৷ 1983 সালের IPC-এর 498A ধারার অধীনে নিষ্ঠুর অপরাধ হিসাবে পণকে দেখানো হয়েছিল ৷
গত বছরের 12 ডিসেম্বর বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ জানিয়েছিল, আইপিসি ধারা 498A-এর সারমর্ম নিষ্ঠুর কাজ এবং যৌতুকের দাবিতে স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে ভুল বিধানের জন্য নয়। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, 498A ধারার সারমর্ম নিষ্ঠুরতার মধ্যেই নিহিত এবং স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে এই ধারা প্রয়োগের জন্য যৌতুকের দাবির প্রয়োজন নেই। অতএব, যৌতুকের দাবি ব্যতীত যে কোনও ধরণের নিষ্ঠুরতাই আইপিসি-র 498A ধারার অপরাধকে শাস্তিযোগ্য করার জন্য যথেষ্ট ।