নয়াদিল্লি, 12 মার্চ: কেন্দ্রে ক্ষমতায় এসে বারেবারে আত্মনির্ভর ভারতের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকার ৷ অন্য দেশের উপর ভরসা না করে আমদানি কমিয়ে রফতানি বাড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ৷ বিগত কয়েক বছর ধরে ভারত আত্মনির্ভর হচ্ছে বলে দাবি করা হয়েছে মোদি সরকারের তরফে ৷ তবে বাস্তব রিপোর্ট বলছে অন্য কথা ৷
আত্মনির্ভরতার সত্ত্বেও বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ ভারত ৷ এমনটাই সোমবার প্রকাশিত হয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) রিপোর্টে ৷ তাতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারতের প্রচেষ্টায় আওতায় সামরিক সরঞ্জাম দেশেই তৈরি হচ্ছে ৷ তবে এরপরেও ভারতকে নির্ভর করতে হচ্ছে অন্য দেশের উপর ৷ বিদেশ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র দেশে আমদানি হচ্ছে । এমনকী সামরিক সরঞ্জাম আমদানিতে শীর্ষে রয়েছে ভারত ৷
সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক এসআইপিআরআইয়ের দাবি, 2014-18 এবং 2019-23 সালের মধ্যে ভারতের অস্ত্র আমদানি 4.7 শতাংশ বেড়েছে ৷ যদিও রাশিয়া ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী রয়ে গিয়েছে (36 শতাংশে) ৷ এটি ছিল 1960-64 সালের পর প্রথম পাঁচ বছরের সময়, যখন রাশিয়া (বা 1991 সালের আগে সোভিয়েত ইউনিয়ন) থেকে ভারতের অস্ত্রের অর্ধেকের কম আমদানি করা হত ।"
এই রিপোর্টে চিন ও পাকিস্তানের সীমান্তে ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনার বিষয়গুলি তুলে ধরা হয়েছে । একইভাবে এসআইপিআরআই রিপোর্টে তুলে ধরা আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, রাশিয়া 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আক্রমণ করেছিল এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে এই দেশ সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ৷ তার সত্ত্বেও ভারতের অন্যতম অস্ত্র সরবহকারী দেশ রয়ে গিয়েছে রাশিয়া ।