পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আত্মনির্ভরতা সত্ত্বেও বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ ভারত, বলছে রিপোর্ট - Largest Arms Importer

India Remains Largest Arms Importer: প্রতিরক্ষা খাতে 'আত্মনির্ভরতা' বাড়ানোর চেষ্টা সত্ত্বেও বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক রয়ে গিয়েছে ভারত ৷ এমন তথ্যই সম্প্রতি প্রকাশিত হয়েছে রিপোর্টে ৷ রাশিয়া এখন ভারতকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে থাকে ৷

Largest Arms Importer
Largest Arms Importer

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 5:04 PM IST

নয়াদিল্লি, 12 মার্চ: কেন্দ্রে ক্ষমতায় এসে বারেবারে আত্মনির্ভর ভারতের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকার ৷ অন্য দেশের উপর ভরসা না করে আমদানি কমিয়ে রফতানি বাড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ৷ বিগত কয়েক বছর ধরে ভারত আত্মনির্ভর হচ্ছে বলে দাবি করা হয়েছে মোদি সরকারের তরফে ৷ তবে বাস্তব রিপোর্ট বলছে অন্য কথা ৷

আত্মনির্ভরতার সত্ত্বেও বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ ভারত ৷ এমনটাই সোমবার প্রকাশিত হয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) রিপোর্টে ৷ তাতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারতের প্রচেষ্টায় আওতায় সামরিক সরঞ্জাম দেশেই তৈরি হচ্ছে ৷ তবে এরপরেও ভারতকে নির্ভর করতে হচ্ছে অন্য দেশের উপর ৷ বিদেশ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র দেশে আমদানি হচ্ছে । এমনকী সামরিক সরঞ্জাম আমদানিতে শীর্ষে রয়েছে ভারত ৷

সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক এসআইপিআরআইয়ের দাবি, 2014-18 এবং 2019-23 সালের মধ্যে ভারতের অস্ত্র আমদানি 4.7 শতাংশ বেড়েছে ৷ যদিও রাশিয়া ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী রয়ে গিয়েছে (36 শতাংশে) ৷ এটি ছিল 1960-64 সালের পর প্রথম পাঁচ বছরের সময়, যখন রাশিয়া (বা 1991 সালের আগে সোভিয়েত ইউনিয়ন) থেকে ভারতের অস্ত্রের অর্ধেকের কম আমদানি করা হত ।"

এই রিপোর্টে চিন ও পাকিস্তানের সীমান্তে ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনার বিষয়গুলি তুলে ধরা হয়েছে । একইভাবে এসআইপিআরআই রিপোর্টে তুলে ধরা আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, রাশিয়া 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আক্রমণ করেছিল এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে এই দেশ সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ৷ তার সত্ত্বেও ভারতের অন্যতম অস্ত্র সরবহকারী দেশ রয়ে গিয়েছে রাশিয়া ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বছর অক্টোবরে সিডিএস অনিল চৌহান বলেছিলেন, "একটি প্রধান পারমাণবিক শক্তি হওয়া সত্ত্বেও রাশিয়ার ভূ-রাজনৈতিক গুরুত্ব আগামী সময়ে হ্রাস পাবে এবং সে জায়গায় চিন অনেক এগিয়ে আসবে ।"

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে রাশিয়ার উপর অত্যধিক নির্ভরতা কমাতে চেয়েছিল ভারত এবং দেশে নিজে প্রচেষ্টায় অস্ত্র তৈরিতে জোর দেয় । ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান প্রতিরক্ষা সরঞ্জাম আমদানির ক্ষেত্রে চিনের উপর নির্ভরশীল ৷ ওই দুই দেশও বন্ধু হিসাবে রয়ে গিয়েছে ।

রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানেরও অস্ত্র আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে (আরও 43 শতাংশ)। পাকিস্তান 2019-23 সালে পঞ্চম বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ ছিল এবং চিন তার প্রধান সরবরাহকারী হিসাবে আরও বেশি প্রভাবশালী হয়ে উঠেছে ৷ পাকিস্তানের অস্ত্র আমদানির 82 শতাংশ প্রদান করে চিন ৷ চিনের পূর্ব এশিয়ার দুই প্রতিবেশীর অস্ত্র আমদানি বেড়েছে ৷ জাপানের 155 শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার 6.5 শতাংশ বেড়েছে ৷ চিনের নিজস্ব অস্ত্র আমদানি 44 শতাংশ হ্রাস পেয়েছে প্রধানত অস্ত্র আমদানি ফলে ৷ স্থানীয়ভাবে উৎপাদিত সিস্টেম-সহ যার বেশিরভাগই রাশিয়া থেকে এসেছে ।

আরও পড়ুন:

  1. আত্মনির্ভরতায় বদলে যাচ্ছে দেশের প্রতিরক্ষা মানচিত্র, পড়ুন বিস্তারিত বিশ্লেষণ
  2. প্রতিরক্ষা প্রযুক্তিতে গতি বাড়াতে নয়া প্রকল্প চালু কেন্দ্রের, স্টার্ট-আপগুলিকে কয়েক কোটির অনুদান
  3. আধুনিকীকরণ ও স্বনির্ভরতার দিশারী প্রতিরক্ষা বাজেট

ABOUT THE AUTHOR

...view details