পশ্চিমবঙ্গ

west bengal

দিল্লি বিমানবন্দর সংলগ্ন অঞ্চলে জারি 144 ধারা, নিষিদ্ধ ড্রোন-লেজার লাইট - SECTION 144 AT DELHI AIRPORT AREA

By ANI

Published : Jun 3, 2024, 6:26 PM IST

SECTION 144 IMPOSED AT DELHI AIRPORT AREA: দিল্লি পুলিশ বিমানবন্দর এলাকায় ড্রোন এবং লেজার লাইটের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ৷ 1 জুন থেকে কার্যকর হবে এই নির্দেশিকা ৷ বলবৎ থাকবে 30 জুলাই পর্যন্ত । বিমান ওঠা-নামায় অসুবিধার সৃষ্টি করে ড্রোন ও লেজার লাইট ৷

Delhi Airport
দিল্লি বিমানবন্দর (নিজস্ব ছবি)

নয়াদিল্লি, 3 জুন: ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন অঞ্চলে 144 ধারা জারি করল দিল্লি পুলিশ ৷ বিমানের যাত্রাপথে সবরকম ড্রোন, লেজার লাইটও নিষিদ্ধ করা হয়েছে ৷ নির্দেশটি 1 জুন থেকে কার্যকর হয়ে গিয়েছে, তা জারি থাকবে 30 জুলাই পর্যন্ত । সূত্রের দাবি, লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ এবং প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের কারণে বিমানবন্দরে ভিভিআইপি'দের বিমান ওঠানামা করবে ৷ আর সেই কারণেই সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

নির্দেশিকায় বলা হয়েছে, লেজারের আলোয় পাইলটদের দৃষ্টি বিচ্যুতির মতো ঘটনা ঘটছে ৷ এই বিষয়ে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে প্রচুর অভিযোগ জমা পড়েছে ৷ বিশেষ করে নয়াদিল্লিতে বিমান অবতরণ করার সময় পাইলটদের অসুবিধা হচ্ছে ৷ লেজার লাইট ও ড্রোন কেবল পাইলট নয়, যাত্রী, ক্রু এবং বিমানের নিরাপত্তার ক্ষেত্রেও বিপদ সৃষ্টি করতে পারে। দিল্লি বিমানবন্দরের আশেপাশে বেশ কয়েকটি ফার্ম হাউস, হোটেল, রেস্তোরাঁ গজিয়ে উঠেছে ৷ যেখানে বিয়ে, পার্টি এবং বিভিন্ন অনুষ্ঠানে এই লেজার-সহ প্রচুর আলো ব্যবহার করা হয় ৷ যা সাধারণভাবে মানুষের বিরক্তির কারণ হয়ে উঠছে ৷ একইভাবে পাইলটদের দৃষ্টি বিচ্যুতির মতো ঘটনা ঘটছে।

এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, বর্তমান সময়ে বিশেষ করে রাতের বেলা খোলা জায়গায় লেজার লাইটের ব্যবহার নিয়ন্ত্রণের কোনও নিয়ম-কানুন নেই । তাই লেজারের আলোয় মানুষের জীবনযাত্রা এবং বিমান ওঠানামায় ব্যাঘাত ঘটছে ৷ এই সমস্যা সমাধানের জন্য নয়াদিল্লির আশেপাশে লেজার লাইটের ব্যবহারের উপর অবিলম্বে রাশ টানা প্রয়োজন।

বিমানবন্দর চত্বরে ড্রোন নিষিদ্ধ করার বিষয়ে আরেকটি নির্দেশিকায় বলা হয়েছে, বিশ্বাসযোগ্য সূত্রের তরফে ঘন ঘন রিপোর্ট পাওয়া গিয়েছে যে জঙ্গিরা ড্রোন, প্যারা-গ্লাইডার, হ্যাং-গ্লাইডার, ইউএভি-সহ মানবহীন বিমান সিস্টেম (ইউএএস), অ্যারো মডেল ইত্যাদি ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছে । তবে সাধারণ জনগণের তরফে ব্যবহার করা ড্রোন, প্যারা-গ্লাইডার, অ্যারো মডেল ইত্যাদি বিমান চলাচলের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে এবং এছাড়াও সন্ত্রাসবাদী বিমান হামলার ঝুঁকি বাড়িয়ে দেয় । দিল্লি পুলিশের তরফে জারি করা নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী যে কোনও ব্যক্তি, গোষ্ঠী, সংগঠক, মালিক, কর্মচারী-সহ সকলকে আইপিসির 144 ধারার বিধান অনুসারে শাস্তি পাওয়ার যোগ্য মনে করা হবে । ওই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে ৷

উল্লেখ্য, চলতি বছর মে মাসের শুরুতে কলকাতা বিমানবন্দরে একইরকম নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ বিমান ওঠানামার সমস্যা আটকাতে লেজার লাইট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল ৷ বেশ কয়েকটি থানা এলাকায় এই নিষেধাজ্ঞা জারি করেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট ৷ এবার দিল্লিতেও একই নিষেধাজ্ঞা জারি হল ৷

ABOUT THE AUTHOR

...view details