নয়াদিল্লি, 13 এপ্রিল: আরও শক্তিশালী হওয়ার পথে ভারতীয় বায়ুসেনা ৷ খুব শীঘ্রই তেজস এম কে-1এ যুদ্ধবিমান পেতে চলেছে বায়ুসেনা ৷ রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে 67 হাজার কোটি টাকার টেন্ডার দিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক ৷ সেই সঙ্গে প্রতিরক্ষা বিষয়ে আত্মনির্ভর হওয়ার পথে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রের বিজেপি সরকার ৷
গত নভেম্বরে বায়ুসেনার জন্য আরও 97টি লাইট কম্ব্যাট তেজস যুদ্ধবিমান অধিগ্রহণের প্রকল্পে অনুমোদন জানায় ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি) ৷ সেই অনুমোদনের ভিত্তিতে শুক্রবার 97টি যুদ্ধবিমানের বরাত দিয়েছে প্রতিরক্ষা দফতর ৷ একই সঙ্গে, সু-30 যুদ্ধবিমান আরও উন্নত করার ক্ষেত্রেও বায়ুসেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ডিএসি ৷
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস মার্ক 1এ হল অত্যাধুনিক 4-প্লাস প্রজন্মের যুদ্ধবিমান ৷ এই যুদ্ধবিমান তৈরিতে 65 শতাংশেরও বেশি দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে ৷ অ্যাক্টিভ ইলেকট্রনিকলি স্ক্যানড অ্যারে (এইএসএ) রাডার, বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (বিভিআর) মিসাইল, অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট (ইডব্লুএস) এবং এয়ার-টু-এয়ার রিফুয়েলিং (এএআর) ক্ষমতা রয়েছে অত্যাধুনিক তেজস মার্ক 1এ যুদ্ধবিমানে ৷ রাতের অন্ধকারে শত্রুপক্ষের যুদ্ধবিমানকে চিহ্নিত করতে সক্ষম ভারতের মাটিতে তৈরি এই যুদ্ধবিমান ৷ ফলে পূর্ব এবং পশ্চিম দুই সেক্টরেই এই যুদ্ধবিমানকে কাজে লাগাতে পারবে ভারতীয় বায়ুসেনা ।