পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

15 দিনের জেল হেফাজতের নির্দেশ, পরে জামিন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের - Sanjay Raut Imprisonment - SANJAY RAUT IMPRISONMENT

Sanjay Raut Gets Imprisonment: শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল মুম্বইয়ের একটি আদালত ৷ মানহানির মামলায় তাঁকে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ৷ পরে ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন সঞ্জয় ৷

Sanjay Raut Gets Imprisonment
সঞ্জয় রাউতকে 15 দিনের জেল হেফাজতে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2024, 1:55 PM IST

Updated : Sep 26, 2024, 3:39 PM IST

মুম্বই, 26 সেপ্টেম্বর: মুম্বইয়ের একটি আদালত শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউতকে 15 দিনের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ৷ বিজেপি নেতা কিরীট সোমাইয়ার স্ত্রী মেধা সোমাইয়া শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন ৷ বৃহস্পতিবার এই মামলার শুনানিতে 15 দিনের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷ পরে অবশ্য 15 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি ৷

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সেউরি আদালত) ভারতীয় দণ্ডবিধির 500 ধারায় (মানহানির শাস্তি) শিবসেনা (উদ্ধব ঠাকরে)-র রাজ্যসভা সাংসদকে দোষী সাব্যস্ত করেছেন ৷ কারাদণ্ডের পাশাপাশি সঞ্জয় রাউতকে 25 হাজার টাকা জরিমানাও করেছেন বিচারক। মেধা সোমাইয়ার আইনজীবী বিবেকানন্দ গুপ্ত জানিয়েছিলেন, সঞ্জয় রাউত মেধা সোমাইয়া এবং তাঁর স্বামীর বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ করেছেন, যাতে আমার মকলের সম্মানহানি হয়েছে ৷

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের আইনজীবী আদালতে জানান, সঞ্জয় রাউত ইতিমধ্যেই আদালতে জামিনের আবেদন করেছেন ৷ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশের পাল্টা মুম্বই সেশন আদালতে আবেদনও করা হবে বলে জানান তিনি। সঞ্জয় রাউতের আইনজীবীর আবেদনের পর ম্যাজিস্ট্রেট আদালত তাঁর সাজা এক মাসের জন্য স্থগিত করেছে। সেই সঙ্গে 15 হাজার টাকার বন্ড পেমেন্ট করে আদালত থেকে জামিন পেয়েছেন শিবসেনা সাংসদ।

আদালতে তিনি আরও জানান, সঞ্জয় রাউত তাঁদের বিরুদ্ধে মীরা ভায়ান্দার মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের আওতাধীন কিছু পাবলিক টয়লেট নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য 100 কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগও করেছেন ৷ অভিযোগে বলা হয়েছে, "সংবাদমাধ্যমের কাছে সঞ্জয় রাউতের দেওয়া বিবৃতি সম্পূর্ণ মানহানিকর। সাধারণ মানুষের চোখে আমার চরিত্রকে নষ্ট করার জন্যই এই বিবৃতি দেওয়া হয়েছে।" (পিটিআই)

Last Updated : Sep 26, 2024, 3:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details