মুম্বই, 26 সেপ্টেম্বর: মুম্বইয়ের একটি আদালত শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউতকে 15 দিনের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ৷ বিজেপি নেতা কিরীট সোমাইয়ার স্ত্রী মেধা সোমাইয়া শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন ৷ বৃহস্পতিবার এই মামলার শুনানিতে 15 দিনের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত ৷ পরে অবশ্য 15 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি ৷
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সেউরি আদালত) ভারতীয় দণ্ডবিধির 500 ধারায় (মানহানির শাস্তি) শিবসেনা (উদ্ধব ঠাকরে)-র রাজ্যসভা সাংসদকে দোষী সাব্যস্ত করেছেন ৷ কারাদণ্ডের পাশাপাশি সঞ্জয় রাউতকে 25 হাজার টাকা জরিমানাও করেছেন বিচারক। মেধা সোমাইয়ার আইনজীবী বিবেকানন্দ গুপ্ত জানিয়েছিলেন, সঞ্জয় রাউত মেধা সোমাইয়া এবং তাঁর স্বামীর বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ করেছেন, যাতে আমার মকলের সম্মানহানি হয়েছে ৷