পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিশ্বে আচমকা থমকে গেল উইন্ডোজ, কেন ? ইটিভি ভারতকে জানালেন সাইবার বিশেষজ্ঞ - Microsoft Server Down

BLUE SCREEN OF DEATH: কম্পিউটারে স্ক্রিন নীল ৷ শুক্রবার সকাল থেকে বিশ্বজুড়ে উইন্ডোজের এই সমস্যায় নাজেহাল মানুষ ৷ সারা দুনিয়ায় মাইক্রোসফ্ট বিভ্রাটের সমাধান করতে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক মাইক্রোসফ্টের সঙ্গে যোগাযোগ করেছে ৷ কিন্তু কেন হল এই ব্লু স্ক্রিন অফ ডেথ ?

Microsoft outage in World
অচল বিশ্বের তথ্য-প্রযুক্তি (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Jul 19, 2024, 8:01 PM IST

কলকাতা, 19 জুলাই: বিশ্বের তথ্য-প্রযুক্তিতে হঠাৎ ধুন্ধুমার কাণ্ড ৷ কলকাতা বিমানবন্দর থেকে একাধিক জায়গায় টিকিট কাটা যাচ্ছে না ৷ ওয়েব চেকিংয়েরও সমস্যা দেখা দিয়েছে ৷ পাশাপাশি বিশ্বজুড়ে একাধিক দেশে একাধিক তথ্যপ্রযুক্তি ক্ষেত্র একেবারে অচল হয়ে গিয়েছে ৷ হঠাৎ এই ঘটনাটি কেন ঘটল, ইটিভি ভারতকে তা জানালেন বিশিষ্ট সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত ৷

বিশ্বব্যাপী মাইক্রোসফ্ট বিভ্রাটের কারণ কী (ইটিভি ভারত)

বিশেষজ্ঞ ইটিভি ভারতকে বলেন, "চারিদিকে Microsoft-এর যে সমস্যা সৃষ্টি হয়েছে, তার ফলে বিভিন্ন হাসপাতাল, অ্যাভিয়েশন, ব্যাঙ্কিং পরিষেবা স্তব্ধ হয়ে গিয়েছে ৷ ব্যবসা-বাণিজ্যও বসে গিয়েছে ৷ এর কারণ হল, যে মাইক্রোসফ্টের যে ডিভাইসগুলি রয়েছে, সেগুলি ভালোভাবে কাজ করছে না ৷ ব্লু স্ক্রিন অফ ডেথ অর্থাৎ কম্পিউটারে একটি নীল রঙের স্ক্রিন দেখা দিয়েছে । ক্রাউড স্ট্রাইকের সমস্যার কারণেই এটি হয়ছে ৷"

বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত আরও বলেন, "ক্রাউড স্ট্রাইক নামে একটি সফ্টওয়্যার থাকে, যেটি ব্যবহার করা হয় মাইক্রোসফ্ট উইনডোজকে সুরক্ষিত করার জন্য ৷ ক্রাউড স্ট্রাইকে কোনও কিছু সমস্যা থাকার ফলে সেটি উইনডোজ সফ্টওয়্যার মেশিনের সঙ্গে কোরাপ্ট করে গিয়েছে ৷ ফলে যে সকল উইন্ডোজ মেশিনে ক্রাউড স্ট্রাইক নেই, সেগুলি ঠিক আছে ৷ মাইসফ্ট খুব জনপ্রিয় ৷ ফলে অনেক জায়গাতেই তথ্যপ্রযুক্তিতে এই সমস্যাটি হচ্ছে ।" ইতিমধ্যে সাইবার এমার্জেন্সি রেসপন্স টিম সমস্যা সমাধানের চেষ্টা করছে ৷ তিনি আশা করছেন, এই সলিউশনের পর ধীরে ধীরে গোটা বিশ্বে যে যে কাজগুলি থমকে রয়েছে সেগুলি পুনরায় চালু হবে । এই সাইবার অসুবিধা থেকে দুনিয়া পরিত্রাণ পাবে ৷

কী এই CrowdStrike (ক্রাউড স্ট্রাইক)

মাইক্রোসফ্টের মতো এটিও একটি সংস্থা, যা সফ্টওয়্যার সিকিউরিটি দেয় ৷ মাইক্রোসফ্টের সিকিউরিটি দায়িত্বে থাকে এটি ৷ বৃহস্পতিবার সংস্থাটি উইনডোজের একটি ট্যাক (tatch file) ফাইল আপডেট করেছিল ৷ সেই সিস্টেম ফাইলে কিছু ভুল থাকার কারণে শুক্রবার সকাল থেকে সমস্যা পড়েন ব্যবহারকারীরা ৷ যে সমস্ত সিস্টেমে এই উইডোজ আপডেট হয়েছে, তাদের ক্ষেত্রেই এই সমস্যা দেখা দিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details