নয়াদিল্লি, 20 অগস্ট: হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ বাম নেতা সীতারাম ইয়েচুরি ৷ সূত্রের খবর তিনি প্রবল জ্বরে ভুগছিলেন ৷ সোমবার রাতে তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ (এইমস) ভর্তি করা হয় ৷
হাসপাতাল সূত্রের খবর, এদিন সন্ধ্যায় সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক ইয়েচুরিকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছিল ৷ কেন জ্বর হয়েছে, তার কারণ খুঁজে বের করতে পারেনি চিকিৎসকমহল ৷ তবে আরেকটি সূত্রের খবর, সিপিআই(এম) নেতা চেকআপের জন্য এইমস হাসপাতালে গিয়েছিলেন ৷ নিউমোনিয়ার কারণে তাঁকে ভর্তি করা হয়েছে ৷ তাঁর চিকিৎসা চলছে এবং এখন তিনি ভালো আছেন, জানিয়েছে সূত্র ৷ সীতারাম ইয়েচুরির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই এবং নিউমোনিয়ার চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন ৷ সম্প্রতি সিপিআই(এম) নেতার চোখে অস্ত্রোপচার হয়েছিল ৷