ইদুক্কি, 31 জানুয়ারি: নাবালিকা গণধর্ষণে দোষী সাব্যস্তদের 90 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল পকসো আদালত ৷ ঘটনাটি ঘটেছে কেরলের ইদুক্কি জেলার পুপ্পারায় ৷ এখানে দেবীকুলাম ফাস্ট-ট্র্যাক স্পেশাল পকসো আদালত তিনজনকে গণধর্ষণের ঘটনায় সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে ৷ তারা সবাই পাপ্পুরার বাসিন্দা ৷ এই নাবালিকা গণধর্ষণের ঘটনায় 6 জন অভিযুক্তের মধ্যে একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত ৷ দু'জন অভিযুক্ত নাবালক ৷ তাদের অপরাধ এবং সাজার বিষয়টি থোডুপুঝার জুভেনাইল আদালত বিবেচনা করে দেখছে ৷
এই ঘটনার সূত্রপাত 2022 সালের মে মাসে ৷ পুলিশে জানানো অভিযোগ অনুযায়ী, এক নাবালিকা তার বন্ধুর সঙ্গে ইদুক্কির পুপ্পারার একটি চা-বাগানে আসে ৷ ওই বন্ধুটি নাবালক ৷ তারা দু'জনেই পরিযায়ী শ্রমিক ৷ পুপ্পারায় এসে প্রথমে মেয়েটির বন্ধু তাকে একটি ঘরে বন্ধ করে তার উপর অত্যাচার করে ৷ এরপর মেয়েটির বন্ধু ওই মেয়েটিকে আরেকটি বন্ধুর সঙ্গে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ৷ এই বন্ধুটিও নাবালক ৷ সে নাবালিকার উপর নির্যাতন করে ৷ মেয়েটিকে জবরদস্তি মদ্যপান করায় ৷ এরপর তাকে যৌন হেনস্থা করে ৷