পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহিলা সহকর্মীকে গুলি করে নিজেকেও শেষ করার চেষ্টা কনস্টেবলের - CONSTABLE SHOT IN CHITTORGARH

প্রথমে ঘরে ঢুকে মহিলা সহকর্মীকে গুলি করেন বেগু থানার ওই পুলিশ কনস্টেবল ৷ এরপর নিজেকে শেষ করার চেষ্টা করেন তিনি ৷

CONSTABLE SHOT IN CHITTORGARH
মহিলা সহকর্মীকে গুলি পুলিশ কনস্টেবলের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2024, 3:27 PM IST

চিতোরগড়, 11 ডিসেম্বর:একই সময় ট্রেনিং সম্পূর্ণ করেছেন দু'জনে ৷ কাজও করতেন একই থানায় ৷ তারপরও ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ঘরে ঢুকে মহিলা সহকর্মীকে গুলি করে নিজেকেও শেষ করার চেষ্টা করলেন এক পুলিশ কনস্টেবল ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের চিতোরগড় জেলার বেগু থানা এলাকায় ৷ গুরুতর অবস্থায় উভয় কনস্টেবলকে প্রথমে চিতোরগড়, পরে উদয়পুর হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেগু এলাকায় ৷ দুই কনস্টেবলের অবস্থাই এখন স্থিতিশীল ৷

সম্প্রতি বেগু থানার ডিএসপি-র নিরাপত্তার দায়িত্বে ছিলেন কনস্টেবল সিয়ারাম ৷ প্রতিদিন ডিউটি শেষ করে থানায় বন্দুক জমা দিয়ে বাড়ি ফিরতেন ৷ পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে রোল কলের পর বন্দুক নিয়েই থানা থেকে বেড়িয়ে যান সিয়ারাম ৷ তারপরই মহিলা কনস্টেবল পুনমের উপর তাঁর গুলি চালানোর খবরটি সামনে আসে ৷ এরপর নিজেকেও শেষ করে দেওয়ার চেষ্টা করেন তিনি ৷

কী বললেন চিতোরগড় পুলিশ সুপার ? (ইটিভি ভারত)

জানা গিয়েছে, কনস্টেবল সিয়ারাম বুন্দি এলাকার বাসিন্দা ও পুনমের বাড়ি দোউসা এলাকায় ৷ গত 2023 সালে পুলিশের ট্রেনিং সম্পূর্ণ করেন তাঁরা ৷ এরপর দু'জনের পোস্টিং হয় বেগু থানায় ৷ থানা থেকে অল্প খানিকটা দূরে একটি বাড়িতে ভাড়া বাড়িতে থাকেন পুনম ৷ পুলিশ সূত্রে খবর, এদিন পুনমের আগেই সেখানে পৌঁছন সিয়ারাম ৷ পুনম বাড়ি পৌঁছতেই তাঁকে গুলি করেন সিয়ারাম ৷ তারপর ওই বন্দুক ব্যবহার করেই নিজেকে শেষ করার চেষ্টা করেন তিনি ৷ প্রতিবেশীরা গুলির আওয়াজ পেয়ে থানায় খবর দেন ৷

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন বেগু থানার ডিএসপি অঞ্জলি সিং এবং স্টেশন অফিসার রবীন্দ্র সিং এবং চিতোরগড়ের পুলিশ সুপার সুধীর যোশী ৷ ঘটনা প্রসঙ্গে এসপি যোশী বলেন, "ঘটনার প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে কোনও ব্যক্তিগত কারণেই এদিনের এই ঘটনা ঘটেছে ৷"

পড়ুন:অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি, তদন্তে পুলিশ

ABOUT THE AUTHOR

...view details