পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারত জোড়ো যাত্রার কায়দায় আন্দোলন, নতুন বছরে সংগঠনে নজর কংগ্রেসের - CONGRESS READIES

নতুন বছরে কোন পথে বিজেপির মোকাবিলা হবে তা ঠিক করে ফেলেছে কংগ্রেস। জানুয়ারির শেষ দিক থেকেই আবারও প্রতিবাদে সরব হবে হাত শিবির।

CONGRESS READIES
কংগ্রেসের 2025 অ্যাকশন প্ল্যান প্রস্তুত ! (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2024, 9:51 PM IST

নয়াদিল্লি, 29 ডিসেম্বর: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোকজ্ঞাপনকরতে একাধিক কর্মসূচি নিয়েছে কংগ্রেস। জানুয়ারির প্রথম সপ্তাহজুড়ে বেশ কয়েকটি বড় সভা থেকে শুরু করে অন্য কয়েকটি কর্মসূচির মাধ্য়মে প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানো হবে। এই সময় রাজনৈতিক আক্রমণ থেকে নিজেদের বিরতই রাখতে চাইছেন নেতারা। সেই পর্ব মিটলেই বিজেপিকে কোণঠাসা করতে একগুচ্ছ পদক্ষেপ করার সিদ্ধান্ত হয়েছে।

এনডিএ সরকারের বিরুদ্ধে সারা বছর ধরে বিক্ষোভের পরিকল্পনা জানুয়ারির শেষের দিকেই শুরু হবে। দলীয় সূত্রের খবর, কেন্দ্রের বিভিন্ন 'জনবিরোধী' নীতির বিরুদ্ধে 26 জানুয়ারি 2025 থেকে 26 জানুয়ারি 2026 পর্যন্ত সারা দেশে বিক্ষোভ চলবে ৷ সংগঠনকে শক্তিশালী করারা কাজেও কংগ্রেস মনোনিবেশ করবে বলেও জানা গিয়েছে।

2022 সালে উদয়পুরের দলীয় সভায় নেওয়া সাতটি পয়েন্টের মধ্যে চারটি ইতিমধ্যেই কংগ্রেস কার্যকর করেছে ৷ বাকি তিনটি 2025 সালে হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। আন্দোলনের রূপরেখা কী হবে তাও ঠিক করে রেখেছে কংগ্রেস। আর এই ব্যাপারে 2022 সালে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা এবং 2023 সালে ভারত জোড়ো ন্যায় যাত্রাকেই আদর্শ হিসেবে মাথায় রাখছে দল। নেতাদের মনে হচ্ছে, এভাবে আন্দোলন চালিয়ে নিয়ে গেলে মোদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের পটভূমি আরও শক্ত করা যাবে।

দলীয় নেতৃত্ব জানিয়েছে, কংগ্রেসকে গ্রামে গ্রামে গিয়ে জনসংযোগ করতে হবে ৷ পার্টি ইউনিটগুলিকে শক্তিশালী করার জন্য নতুন মুখেদের সুযোগ দিতে হবে । এঁরাই দলের পরিকল্পনাগুলি বাস্তবায়িত করবেন। এআইসিসির নেতা বিএম সন্দীপ বলেন, “3 জানুয়ারি, 2025 পর্যন্ত শোককাল থাকবে। সুতরাং, আন্দোলন 4 জানুয়ারির পরেই হবে। তবে কংগ্রেস এনডিএ-র মোকাবিলা করতে সারা বছর রাস্তায় থাকবে।” তিনি আরও বলেন, “একটি জাতীয় দলের জন্য শক্তিশালী সংগঠন সবার আগে। সংগঠনই নির্বাচনে জয়ী হতে সাহায্য করে। দলকে ক্ষমতায় আনে। দলের নেতাদের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের রাস্তা করে দেয় ৷"

ABOUT THE AUTHOR

...view details