পূর্ণিয়া, 30 মার্চ: প্রাক্তন সাংসদ এবং কংগ্রেস নেতা পাপ্পু যাদব পূর্ণিয়া লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন। শুক্রবার, আসন ভাগাভাগিতে পূর্ণিয়া নিজেদের হাতেই রেখেছে রাষ্ট্রীয় জনতা দল। এরপরই পূর্ণিয়া লোকসভা আসন থেকেই স্বাধীন প্রার্থী হিসাবে ভোটযুদ্ধে সামিল হওয়ার ঘোষণা করেন পাঁচ বারের সাংসদ তথা সদ্য কংগ্রেসে যোগ দেওয়া পাপ্পু যাদব ৷ এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর সমর্থকরা প্রচার চালাতে শুরু করেছেন।
পাপ্পু 2 এপ্রিল মনোনয়ন জমা দেবেন: পাপ্পু যাদবের ব্যক্তিগত সচিব অজয় জয়সওয়াল বলেন, "পূর্ণিয়া লোকসভা কেন্দ্র থেকে জনসমর্থিত প্রার্থী, পূর্ণিয়ার ছেলে রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব 2 এপ্রিল, মঙ্গলবার সকাল ১০টায় মনোনয়ন জমা দেবেন।" তিনি পূর্ণিয়ার উন্নতি ও সমৃদ্ধির জন্য পাপ্পু যাদবের মনোনয়ন কর্মসূচিতে এসে আশীর্বাদ করার জন্য সেখানকার জনগণকে আহ্বান জানান।
তিনি কি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন নাকি কংগ্রেসের প্রতীকে? পাপ্পু কংগ্রেস প্রতীকে নির্বাচনে লড়বেন নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন, তা এখনও স্পষ্ট নয়। তবে, আরজেডি পাপ্পুকে কংগ্রেস প্রতীকে নির্বাচনে লড়তে দিতে রাজি হবে না বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এদিকে কংগ্রেসও কোনও অবস্থাতেই লালু যাদবকে বিরক্ত করতে চাইবে না ৷ কারণ, তাহলে অন্যান্য আসনগুলিতেও তার প্রভাব পড়বে।