পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাংলায় 8 আসনে প্রার্থী দিল কংগ্রেস, তালিকায় অধীর থেকে প্রদীপ - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

Congress candidates list: প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের ৷ বহরমপুর আসন থেকে ভোটে লড়াই করছেন অধীর চৌধুরী ৷ পাশাপাশি পুরুলিয়া থেকে নেপাল মাহাতো, উত্তর কলকাতা আসন থেকে প্রদীপ ভট্টাচার্য, মালদা দক্ষিণ আসন থেকে ইশা খানকে প্রার্থী করেছে কংগ্রেস ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 9:55 PM IST

Updated : Mar 21, 2024, 10:37 PM IST

নয়াদিল্লি, 21 মার্চ: পশ্চিমবঙ্গের আট আসন-সহ সারা দেশে 57 আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস ৷ এর মধ্যে উল্লেখযোগ্যভাবে, বহরমপুর আসন থেকে ভোটে লড়াই করছেন অধীর চৌধুরী ৷ পাশাপাশি পুরুলিয়া থেকে নেপাল মাহাতো, উত্তর কলকাতা আসন থেকে প্রদীপ ভট্টাচার্য, মালদা দক্ষিণ আসন থেকে ঈশা খানকে প্রার্থী করেছে কংগ্রেস ৷ মালদা দক্ষিণে আবু হাসেম খান চৌধুরির পরিবর্তে ঈশা খান যে প্রার্থী হচ্ছেন, সে কথা আগেই জানিয়েছিল ইটিভি ভারত ৷

বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণার পর উত্তর কলকাতার কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য বলেন, "লড়াই কঠিন ৷ তারপরও আমাকে মানুষ চেনে ৷ আমি সহজ-সরল সাধারণ জীবন-যাপনে অভ্যস্ত ৷" একই সঙ্গে, রাজ্যে বামেদের সঙ্গে হাত মিলিয়েই কংগ্রেস লড়াই করছে বলেও জানান প্রদীপ ভট্টাচার্য ৷ সেই সঙ্গে, এই আটটি আসন বামেরা তাদের ছেড়েছে বলেও জানান কংগ্রেস প্রার্থী ৷ কংগ্রেসের প্রার্থী তালিকায় দেখা গিয়েছে গুলবার্গা থেকে দলের প্রধান মল্লিকার্জুন খাড়গের জামাই রাধাকৃষ্ণ এবং সোলাপুর থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীলকুমার শিন্ডের মেয়ে প্রণিতি শিন্ডেকে প্রার্থী করা হয়েছে। এই নিয়ে তৃতীয় প্রার্থী তালিকা মিলিয়ে লোকসভা নির্বাচনে মোট 138 জন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস ৷

এদিন গুজরাতের 11 আসনে, অরুনাচলপ্রদেশের দুই আসনে, কর্নাটকের 17 আসনে, মহারাষ্ট্রের 7 আসনে, রাজস্থানের 5 আসনে, তেলেঙ্গানার 5 আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস ৷ রাজস্থানের শিকারা আসনটি বামেদের ছেড়েছে কংগ্রেস ৷ বাংলার আট আসনের মধ্যে রায়গঞ্জে হাত শিবিরের প্রার্থী হচ্ছেন আলি ইমরান রামজ (ভিক্টর) ৷ পাশাপাশি মালদা উত্তরে মোস্তাক আলম, জঙ্গিপুরে মোর্তাজা হোসেন, বীরভূমে মিল্টন রশিদকে প্রার্থী করেছে কংগ্রেস ৷

প্রসঙ্গত, ভোটের আগে এদিনই কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে ৷ যা নিয়ে এদিন কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন সোনিয়া-রাহুল দু'জনেই ৷ যে পদ্ধতিতে দেশের অন্যতম শতাব্দী প্রাচিন দলের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তা গেরুয়া শিবিরের প্রতিহিংসামূলক রাজনীতির প্রতিচ্ছবি বলেও দেগে দিয়েছে কংগ্রেস ৷

আরও পড়ুন

ইডি'র হাতে গ্রেফতার কেজরিওয়াল, দ্রুত শুনানি চেয়ে সুপ্রিম কোর্টে আপ

ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করলেও প্রচার চালিয়ে যাচ্ছে কংগ্রেস, দাবি সোনিয়ার

Last Updated : Mar 21, 2024, 10:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details