পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আরও সঙ্কটে সীতারাম, রেসপিরেটরি সাপোর্টে বামনেতা - Sitaram Yechury Health Update

Sitaram Yechury: শারীরিক সঙ্কটে সিপিএমের সাধারণ সম্পাদক । গত বেশ কয়েকদিন ধরে দিল্লির এইমস হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে ।

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 4:09 PM IST

Updated : Sep 10, 2024, 4:50 PM IST

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: আরও সঙ্কটে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । গত বেশ কয়েকদিন ধরে দিল্লির এইমস হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে । এরইমধ্যে মঙ্গলবার সিপিএমের তরফে এক বিবৃতিতে সীতারামের শারীরিক পরিস্থিতির কথা জানানো হয়েছে সেখান থেকেই জানা যায়, আপাতত তিনি রেসপিরেটারি সাপোর্টে রয়েছেন।

গত 19 অগস্ট নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল কয়েকদিনে সেই সংক্রমণ আরও বেড়েছে । আর তার জেরে নতুন করে সঙ্কট তৈরি হয়েছে বামনেতার । প্রথমে তাঁকে জরুরি বিভাগে ভর্তি করা হয় । সেখানেই বেশ কয়েকদিন থাকার পরও শারীরিক পরিস্থিতি ভালো না হওয়ায় আইসিইউতে স্থানান্তরিত করে দেওয়া হয় রাজ্যসভার এই প্রাক্তন সদস্যকে। আপাতত এখানেই চিকিৎসা চলছে।

বাংলার বাইরে বাম আন্দোলনের অন্যতম জনপ্রিয় মুখ সীতারাম ইয়েচুরি । জেএনইউতে পড়ার সময়ই বামপন্থী মতাদর্শে অনুপ্রাণিত হন সীতা । 1975 সালে জরুরি অবস্থার সময় জেএনইউ-এর ছাত্র থাকাকালীন তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ পরে মুক্ত হয়ে আবারও ঝাঁপান রাজনীতিতে । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বামেদের শক্ত ঘাঁটি তৈরির অন্যতম কারিগর সীতারাম ইয়েচুরি এবং প্রকাশ কারাট ৷ আলাদা আলাদা সময়ে সিপিএমের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা সীতারাম ইয়েচুরি এবং প্রকাশ কারাত জেএনইউ-র ছাত্র সংসদের জিএস ছিলেন।

বাংলার সঙ্গে বরাবরই বিশেষ সম্পর্ক তাঁর । রাজ্যসভায় নির্বাচিত হতেন বাংলা থেকেই। সিপিএমে বাংলা এবং কেরল লবির তরজা সকলেই জানেন । বিভিন্ন সময়ে দলের অন্দরে নীতিগত অবস্থান তৈরি করতে সীতারামকে পাশে পেয়েছেন বঙ্গজ বামনেতারা । এবার তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ।

Last Updated : Sep 10, 2024, 4:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details