নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: ওয়াকফ সংশোধনী বিলের জেপিসি রিপোর্ট থেকে একাধিক নোট বাদ দিয়েছে সরকার ৷ এই অভিযোগে বিরোধীদের হট্টগোলে অশান্তি সংসদে ৷ তারমধ্যেই বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, ওয়াকফ সংশোধনী বিলের প্যানেলের উপর সন্দেহ প্রকাশের মতো কিছু অংশ মুছে ফেলা হয়েছে ।
রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে’র নেতৃত্বে বিরোধীদলের সাংসদরা অভিযোগ করেছেন, রাজ্যসভায় বিজেপি সাংসদ মেধা বিশ্বরাম কুলকার্নি কর্তৃক প্রতিবেদনটি উপস্থাপনের পর রিপোর্ট থেকে ভিন্নমতের নোট ‘সংশোধন’ করা হয়েছে । তারপরেই সংসদ ভবন কমপ্লেক্সে সাংবাদিক সম্মেলনে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, ‘‘যদি চেয়ারম্যান মনে করেন যে নোটে এমন কিছু রয়েছে যা প্যানেলের উপরই সন্দেহ প্রকাশ করার মতো, তবে তাঁর তা অপসারণের ক্ষমতা রয়েছে । যদি অন্যান্য সদস্যদের কোনওরকম আপত্তি থাকে, তাহলে তাঁরা কমিটির চেয়ারম্যানের কাছে অ্যাপিল করতে পারেন ।’’
তিনি আরও বলেন, ‘‘এটা বলা ভুল যে বিরোধী মতের কোনও কিছুই রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়নি ৷ সমস্ত প্রতিবেদন জেপিসি রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়েছে । শুধুমাত্র কমিটির উপর কটাক্ষ করার মতো কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে । কমিটির চেয়ারম্যানের তা করার ক্ষমতা আছে ৷ সবকিছু নিয়ম অনুযায়ীই করা হয়েছে ।’’