পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অন্তর্বর্তী বাজেটে মূলধন ব্যয়ে গুরুত্ব আরোপের পরামর্শ নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যানের - Former NITI Aayog VC

Interim Union Budget: অন্তর্বর্তী বাজেটে মূলধন ব্যয়ের উপর গুরুত্ব আরোপের পরামর্শ দিলেন নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজীব কুমার ৷ বৃহস্পতিবার সংসদে পেশ হবে অন্তর্বর্তী বাজেট ৷ এই বাজেটে আরও কিছু বিষয়ের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি ৷

Union Budget
অন্তর্বর্তী বাজেট

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 1:24 PM IST

নয়াদিল্লি, 31 জানুয়ারি: বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ কেন্দ্রীয় সরকারকে এই অন্তর্বর্তী বাজেটে মূলধন ব্যয়ের উপর নজর দিতে হবে ৷ কারণ বেসরকারী বিনিয়োগ এখনও দুর্বল এবং অবকাঠামোগত ব্যবধান পূরণ করার প্রয়োজন রয়েছে, যা ভারতীয় অর্থনীতিকে জর্জরিত করছে । বুধবার এমনটাই পরামর্শ দিলেন নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজীব কুমার ৷

তাঁর কথায়, মোদি সরকারের আমলে মূলধন ব্যয় বৃদ্ধি হয়েছে ৷ যার ফলে অনেক ভালো মানের পরিকাঠামোতে তৈরি হয়েছে ৷ ভারতীয় শিল্পকে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক করার জন্য এটি প্রয়োজন ছিল । তিনি বলেন, "পরোক্ষ কর আদায় এবং প্রত্যক্ষ করের ভিত্তি প্রসারিত হওয়ার কারণে অর্থমন্ত্রীও রাজস্ব একীকরণের লক্ষ্যমাত্রা অর্জন করবেন । ক্যাপেক্স থ্রাস্ট অব্যাহত থাকবে কারণ বেসরকারী বিনিয়োগ এখনও কিছুটা দুর্বল রয়ে গিয়েছে । তবে এর পাশাপাশি আমাদের অবকাঠামোগত ঘাটতি কাটিয়ে উঠতে হবে, যা আমাদের অর্থনীতিকে জর্জরিত করেছে ৷ লজিস্টিক খরচও খুব বেশি এবং শুধুমাত্র ক্রমবর্ধমান পাবলিক ক্যাপিটাল দ্বারা এটি কভার করা যেতে পারে ।"

রাজীব কুমারের মতে, কর থেকে জিডিপি অনুপাতের উল্লেখযোগ্য উন্নতির কারণে ক্রমবর্ধমান ক্যাপেক্স এখনও অর্থমন্ত্রীকে রাজস্ব একীকরণের পথ বজায় রাখতে সক্ষম করবে, যা গত বছর ঘোষণা করা হয়েছিল । তিনি বলেন, "সুতরাং আমি মনে করি উভয়ই অর্জন করা যাবে ৷" নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যানের দাবি, আসন্ন অন্তর্বর্তী বাজেটের থিমে বিনিয়োগ বা রাজস্ব একীকরণের উপর গুরুত্ব আরোপ করা হবে ।

রাজীব কুমার বলেন, "বেসরকারী বিনিয়োগও বাড়বে এবং এটি তখন তার মূলধন ব্যয় বাড়ানোর জন্য সরকারের উপর চাপ কমাবে ।" অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত বছরের বাজেট বক্তৃতায় 2023-24 সালে পরিকাঠামো উন্নয়নের জন্য মূলধন ব্যয় 33 শতাংশ বাড়িয়ে 10 লক্ষ কোটি টাকা করার ঘোষণা করেছিলেন ।

সরকারের মধ্য-মেয়াদি রাজস্ব ঘাটতি লক্ষ্যমাত্রার বিষয়ে এক প্রশ্নের উত্তরে রাজীব কুমার বলেন, "আমাদের সেই লক্ষ্যে লেগে থাকা উচিত এবং এর জন্য অর্থমন্ত্রীকে সম্পদ নগদীকরণ কর্মসূচি এবং পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ প্রাইভেটাইজেশন প্রোগ্রাম পুনরুজ্জীবিত করতে হবে, যা ঘটবে না । এই বাজেট কারণ এটি একটি অন্তর্বর্তীকালীন বাজেট।" শেষ বাজেটে 2023-24 অর্থবর্ষের জন্য 5.9 শতাংশের কম রাজস্ব ঘাটতির লক্ষ্য ঘোষণা করেছিলেন নির্মলা সীতারমন ।

(সংবাদ সংস্থা- পিটিআই)

আরও পড়ুন:

  1. শুরু বাজেট অধিবেশন, নারী শক্তিতে জোর দিলেন প্রধানমন্ত্রী মোদি
  2. কেমন হবে অন্তর্বর্তী বাজেট ? কী বলছেন অর্থনীতিবিদরা
  3. লোকসভা নির্বাচনের আগে আগামিকাল অন্তর্বর্তী বাজেট, কী বলছে আমজনতা

ABOUT THE AUTHOR

...view details